বেতনের দাবিতে রাস্তা অবরোধ করল শ্রমিকরা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পোলাবা থানার অন্তর্গত কামদেবপুর দিল্লি রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে ২০১০ সালে সেপ্টেম্বর মাসে একটি মোটর সাইকেল তৈরির বেসরকারি কোম্পানির মালিকানা হস্তান্তর হয়। সারদা গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানি নতুন মালিক হওয়ার পর থেকে কোম্পানির অবস্থা খারাপ হতে থাকে। শ্রমিকদের অভিযোগ, তাদের বেতনের কোনও দিনক্ষণ ছিল না। গত ফেব্রুয়ারি মাস থেকে বেতন দেওয়াই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উৎপাদনও। প্রবল অসুবিধার সম্মুখীন হন কারখানার সঙ্গে যুক্ত থাকা প্রায় ১৫০ জন শ্রমিক। শ্রমিকদের আরও অভিযোগ, গত ১৫ দিন কোনও নিরাপত্তারক্ষীও নেই ওই কারখানার। |
তারা নিজেরাই ভাগে ভাগে কোম্পানির নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছেন। সব জেনেশুনেও কোনও ব্যবস্থাই নিচ্ছে না কর্তৃপক্ষ। সেই কারণেই শুক্রবার বিকেলে ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা দিল্লি রোড অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ফলে তৈরি হয় ব্যাপক যানজট। এরপর পুলিশ এলে তাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। কারখানার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অসীম চোঙদার বলেন, “এপ্রিল মাস থেকে বেতন পাচ্ছি না। পরিবারের সদস্যদের নিয়ে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। আমরা চাই, ভাল কোনও শিল্পপতি এই কোম্পানি অধিগ্রহণ করুক এবং কোম্পানি চালু করুক।” |