ছাঁটাইয়ের প্রতিবাদে ঠিকা শ্রমিকদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে হাওড়ার সাঁকরাইলের একটি কারখানায়। বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করেছেন তৃণমূলের পতাকার নীচে।
ঘটনা জেনে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী তথা জেলার বিধায়ক অরূপ রায় শুক্রবার বলেন, “তৃণমূলের ঝান্ডা বাজার থেকে কিনে এনেও ঝুলিয়ে দেওয়া যায়। তাতে তো আর আইএনটিটিইউসি-র নেতৃত্বে আন্দোলন হয় না। উৎপাদন চালু রেখে আন্দোলন-বিক্ষোভ করা যায়। উৎপাদন বন্ধ করে দিয়ে বিক্ষোভ বরদাস্ত করা হবে না। আমি পুলিশকে বলেছি বিক্ষোভ তুলে দিতে।”
সাঁকরাইল থানার পুলিশ এ দিন বিকেলে ওই কারখানায় গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। খুলে দেয় তৃণমূলের পতাকা। কারখানা কর্তৃপক্ষের তরফে প্রদীপ সুরেকা বলেন, “মন্ত্রী অরূপ রায় কারখানায় উৎপাদন যাতে দ্রুত চালু করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি, সমস্যা মিটে যাবে।” তিনি জানান, আজ, শনিবার মন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। |
তৃণমূলের পতাকা নিয়ে সাঁকরাইলের কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সুব্রত জানা |
‘মিনারেল ওয়াটার’-এর বোতল তৈরির ওই কারখানায় ঠিকা শ্রমিকদের মধ্যে উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছেন ২৭ জন। বাকিরা রয়েছেন গাড়িতে মাল ওঠানো-নামানোর কাজে। এক ঠিকা সংস্থা এই শ্রমিকদের জোগানদার। গত ১৫ এপ্রিল ৯ জন শ্রমিক গরহাজির থাকায় রাতের ‘শিফট’ চালাতে সমস্যা হয় বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। প্রদীপবাবু বলেন, “ওই ঘটনার পরে আমরা ঠিক করি, তিনটে শিফট-এর জন্য তিন জন আলাদা ঠিকাদার নিয়োগ করব, যাতে শ্রমিক পেতে সমস্যা না হয়।” একটি ‘শিফট’-এর জন্য নতুন ঠিকাদারকে নিয়োগপত্র দেওয়া হয় বলে কারখানা সূত্রের খবর। বৃহস্পতিবার ওই ঠিকাদার ৯ জন নতুন শ্রমিক নিয়ে কাজে আসেন। ফলে, পুরনো ঠিকাদারের দেওয়া ৯ জন শ্রমিক বাদ যান। সমস্যার সূত্রপাত তা থেকেই।
পুরনো ৩৬ জন ঠিকা শ্রমিক দাবি করেন, তাঁদের মধ্যে থেকে এক জনকেও বাদ দেওয়া যাবে না। বৃহস্পতিবার সকালে ওই দাবিতেই কারখানার গেটে শুরু হয় বিক্ষোভ। ঢুকতে বাধা দেওয়া হয় কারখানার জনা কুড়ি স্থায়ী কর্মীকে। বন্ধ হয় উৎপাদন। পরিস্থিতি বদলায়নি এ দিন।
এ দিন গিয়ে দেখা গেল, তৃণমূলের পতাকা-ব্যানারে মুড়ে দেওয়া হয়েছে কারখানা চত্বর। গেট আটকে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বক্তব্য, “বিক্ষোভে সব শ্রমিক সংগঠনের লোক থাকলেও আইএনটিটিইউসি-র সমর্থক সংখ্যা বেশি। তাই আমরা তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলন করছি। পুলিশ এ দিন সরিয়ে দিলেও, দাবি থেকে সরছি না। প্রয়োজনে ফের বিক্ষোভ দেখাব।” |