অসমে ওয়াকফ দখলমুক্ত করতে কেন্দ্রীয় মন্ত্রীর আর্জি
রাজ্যে ওয়াকফ সম্পত্তিগুলি জবরদখল মুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে রহমান খান। গত বৃহস্পতিবার রাজ্যে ‘মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বা এমএসডিপি প্রকল্প নিয়ে বৈঠক করেন তিনি। ১৫ দফা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
সেখানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী নিনং এরিং ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মন্ত্রী নজরুল ইসলাম, পৃথ্বী মাঝি, হিমন্তবিশ্ব শর্মা, অকন বরা ও রকিবুল হুসেন অংশ নেন। সংশ্লিষ্ট দফতরের সচিব ও রাজ্যের মুখ্য সচিবও বৈঠকে হাজির ছিলেন।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে রহমান খান বলেন, “প্রধানমন্ত্রীর ১৫ দফা প্রকল্প রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সার্থকভাবে কার্যকর করতে হবে। সংখ্যালঘুদের প্রয়োজন বুঝে নির্দিষ্ট এলাকাভিত্তিক প্রকল্প পরিকল্পনা করার জরুরি। টাকা কোন খাতে খরচ হচ্ছে তা স্বচ্ছ করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয়ের ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিতে হবে।” অসমের ১৩টি জেলা সংখ্যালঘু অধ্যূষিত। সেখানে আইটিআই, পলিটেকনিক শিক্ষাকেন্দ্র বিকাশের মাধ্যমে সংখ্যালঘু যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির উপরে খান জোর দেন। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তিগুলি দখলমুক্ত করতে কেন্দ্র আইন প্রণয়ন করতে চলেছে।
রাজ্যে এমন ১৪ হাজার ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেগুলিকে দখলমুক্ত করে সঠিকভাবে ব্যবহার করলে রাজস্ব লাভ সম্ভব। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতি ব্লকে আইটিআই গড়া ও রাজ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার ব্যাপারে তাঁরা বদ্ধপরিকর। সংখ্যালঘুদের জন্য পৃথক ডিরেক্টরেট ও একটি ইউনানি কলেজ গড়ার বিষয়টিও আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.