আইএনটিটিইউসি-তে কোন্দল
শোভনদেব আসতেই ক্ষুব্ধ দোলার সংগঠন
রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডে আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল শুক্রবার। এ দিন সেখানে নিজের অনুমোদন দেওয়া সংগঠন ‘ডিসিএল পার্মানেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সমর্থনে সভায় এসেছিলেন আইএনটিটিইউসি-র চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সামনেই তাঁর অনুমোদন দেওয়া সংগঠন এবং আইএনটিটিইউসি-রই আর এক সংগঠন ‘ডিসিএল পার্মানেন্ট কর্মচারী ইউনিয়ন’দু’পক্ষই দাবি করে, তারাই সংগঠনের আসল ইউনিট।
‘ডিসিএল পার্মানেন্ট কর্মচারী ইউনিয়ন’-এর যুগ্ম সাধারণ সম্পাদক পার্থপ্রতিম গোস্বামী অভিযোগ করেন, ২০১২ সালে সংস্থার দু’টি সমবায়ের নির্বাচনে হারে সিটু। তার পর থেকে হালে পানি পাচ্ছিল না তারা। সেই সময় থেকেই আইএনটিটিইউসি-র নাম নিয়ে আর একটি গোষ্ঠী গড়ে ছায়াযুদ্ধে নেমেছে তারা। পার্থবাবুর বক্তব্য, “রাজ্য সভানেত্রী দোলা সেনের কাছ থেকে পাওয়া নির্দিষ্ট অনুমোদন রয়েছে আমাদের। অথচ অন্য গোষ্ঠী শোভনদেববাবুকে এনে অশান্তি সৃষ্টির কাজে নেমেছে।” সিটু নেতা তথা দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, “গোষ্ঠী-পাল্টা গোষ্ঠীর রাজনীতি আমাদের সংস্কৃতি নয়।”
এসেছেন শোভনদেব, বিক্ষোভ আইএনটিটিইউসির অন্য গোষ্ঠীর। —নিজস্ব চিত্র।
‘ডিসিএল পার্মানেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষে অমর মণ্ডল অভিযোগ করেন, পার্থপ্রতিমবাবু যে অনুমোদনের কথা বলছেন, তা অবৈধ। কারণ তার সময়সীমা পেরিয়ে গিয়েছে, পুনর্নবীকরণ করা হয়নি। তাঁর আরও দাবি, “সিটুর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমাদের। ওদের সঙ্গে যুক্ত স্থানীয় কাউন্সিলর অরবিন্দ নন্দী তাঁর অনুগামীদের নিয়ে সম্প্রতি আমাদের উপরে হামলা চালিয়েছেন।” অরবিন্দবাবু অবশ্য ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনা ঘটার পরে তিনি সেখানে পৌঁছেছিলেন।
‘ডিসিএল পার্মানেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর অভিযোগ, তাদের সমর্থক সাত জন ঠিকাশ্রমিককে কাজে যোগ দিতে দিচ্ছে না ‘ডিসিএল পার্মানেন্ট কর্মচারী ইউনিয়ন’। এরই প্রতিবাদে তারা এ দিন সভার আয়োজন করেছিল। ইউনিয়নের সভাপতি হিসেবে সভায় এসেছিলেন শোভনদেববাবু। তিনি বলেন, “সাত জনকে বসিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তাঁদের ফিরিয়ে নিতে হবে। সেই দাবি জানাতেই আমি এসেছি।” ‘ডিসিএল পার্মানেন্ট কর্মচারী ইউনিয়ন’-এর যুগ্ম সাধারণ সম্পাদক পার্থপ্রতিমবাবুর দাবি, শোভনদেববাবু পুরো বিষয়টি জানেন না। তাঁকে তথ্যপ্রমাণ দিয়ে প্রকৃত তথ্য জানানো হবে।
এ দিকে শোভনদেববাবুর এ দিনের সফর ঘিরে ডিসিএল-সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় একাধিক আইএনটিটিইউসি সংগঠন এবং তাদের নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ার প্রসঙ্গটি ফের সামনে চলে এসেছে। শোভনদেববাবু অবশ্য বলেন, “১৯৯৮ থেকে শ্রমিক সংগঠন করছি। অনেক জায়গায় আমি আইএনটিটিইউসি সংগঠনের অনুমোদন দিয়েছি। পরে পাল্টা নতুন সংগঠন গড়া হয়েছে বেশ কিছু কারখানায়। মমতা বন্দ্যোপাধ্যায় আট জনের একটি কমিটি গড়ে দিয়েছেন। সেই কমিটিই ঠিক করে দেবে, কোন কারখানায় কোন আমাদের কোন সংগঠন থাকবে আর কোনটি বন্ধ করে দিতে হবে।” দোলা সেন অবশ্য গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.