গলায় দড়ির ফাঁসে এক যুবকের ঝুলন্ত দেহ মিলল দুর্গাপুরের মায়াবাজারে এক বাঁশ-টালির দোকানে। যাদব মাঝি (৩৫) নামে ওই যুবক এক বছর ধরে সারদা গোষ্ঠীর অর্থলগ্নি সংস্থার এজেন্টের কাজ করছিলেন বলে স্থানীয় ও পরিবার সূত্রের একাংশের দাবি। যদিও পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। যাদবের বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রাজামেলা গ্রামে। বছর পাঁচেক যাবৎ তিনি দুর্গাপুরে বাঁশ-টালির দোকানে কাজ করতেন। সেখানেই একটি ঘরে থাকতেন। শুক্রবার সকালে কড়িকাঠ থেকে তাঁর দেহ ঝুলতে দেখা যায়। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। দোকানের মালিক গোপাল সূত্রধরের দাবি, “যাদব মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু ও কোনও আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত ছিল কি না, তা জানা নেই।” তবে যাদবের খুড়তুতো দাদা রঘুনাথ মাঝি বলেন, “যাদব সারদা গোষ্ঠীর এজেন্ট ছিল। তার সঙ্গে ওর মৃত্যুর সম্পর্ক আছে কি না, আমরা নিশ্চিত নই।” যাদব খুন হয়ে থাকতে পারেন বলেও তাঁদের আশঙ্কা। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব বলেন, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” সারদা গোষ্ঠীর কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
এক দম্পতির লক্ষাধিক টাকা ছিনতাই করল দুষ্কৃতী। ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে বলে দাবি করেন ওই দম্পতি। শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায়। আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে ওই দম্পতির লিখিত অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রবীন্দ্রভবনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন রামচন্দ্র প্রসাদ ও তাঁর স্ত্রী। ব্যাঙ্ক থেকে বেরিয়ে কোর্টরোডে অটো ধরার জন্য তাঁরা দাঁড়িয়ে ছিলেন বলে পুলিশকে জানান রামচন্দ্রবাবু। তখনই একটি মোটরসাইকেলে করে দু’জন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে জিটি রোডের দিকে পালিয়ে যায় বলে তাঁর দাবি। |
দম্পতির টাকা ছিনতাইয়ের পরে পুলিশি টহল আসানসোলের রবীন্দ্রনগরে। |
ঘটনাস্থলের কয়েক হাত দূরেই একটি পুলিশের জিপ দাঁড়িয়ে ছিল হলে দাবি করেন রামচন্দ্রবাবু। স্থানীয় মানুষ এবং পুলিশ দুষ্কৃতীদের পিছু নিলেও তাদের ধরতে পারা যায়নি। ব্যাঙ্ক থেকে ঢিল ছোড়া দুরত্বেই রয়েছে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ি। ব্যাঙ্কটি যেখানে অবস্থিত সেই জায়গাটিও অত্যন্ত জনবহুল। তা সত্ত্বেও কীভাবে ছিনতাই হয়ে গেল,তা নিয়ে এলাকার মানুষ চিন্তিত। এই ঘটনার পরে ভবিষ্যতে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে আসা দুষ্কর হবে বলে মনে করছে এলাকাবাসী। পুলিশের দাবি, ছিনতাইয়ের খবর পাওয়ার পর আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে।
|
একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার আসানসোলের দু’টি, বার্নপুর ও সালানপুরের একটি করে অফিস বুধবার থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই সংস্থার কয়েক জন এজেন্ট ও কর্মী শুক্রবার আসানসোলের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দফতরে গিয়ে জানান, শিল্পাঞ্চলের কয়েক হাজার গ্রাহকের কাছে তাঁরা দীর্ঘ ও স্বল্পমেয়াদি আমানতের জন্য অর্থ সংগ্রহ করে সংস্থার মূল অফিসে জমা করেছেন। গ্রাহকেরা প্রাপ্য পেতে এখন তাঁদের কাছে আসছেন। কিন্তু অফিস বন্ধ থাকায় গ্রাহকদের তাঁরা কোনও স্পষ্ট জবাব দিতে পারছেন না। এই অবস্থায় তাঁদের কী করণীয়, এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অফিসে তা জানতে চান তাঁরা। ওই দফতরের তরফে তাঁদের থানায় গিয়ে অভিযোগ জানাতে বলা হয়। যদিও ওই এজেন্ট ও কর্মীরা জানান, তাঁরা এখনই সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে চান না। ওই সংস্থার দুর্গাপুরের অফিসটিও এ দিন বিকেল থেকে বন্ধ। সারাদিন ধরেই গ্রাহকেরা বকেয়া ফেরতের দাবিতে অফিসে যাতায়াত করছিলেন। বিকেলে নির্দিষ্ট সময়ের ঘণ্টা দুয়েক আগেই তালা লাগিয়ে চলে যান কর্মী-আধিকারিকরা। অন্ডালের উখড়ায় ওই সংস্থার অফিসে এ দিন গ্রাহকেরা বিক্ষোভ দেখান। সেটিও বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম নক আউট সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল আসানসোল সিএ। শুক্রবার আসানসোল স্টেডিয়ামে ইয়ং স্টার রানিগঞ্জকে ৩১ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে আসানসোল ১১২ রান করে। জবাবে ৮১ রানের বেশি করতে পারেনি ইয়ং স্টার।
|
তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম রঙ্গনামোতী দেবী (৪৭)। বাড়ি কুলটির সোদপুরে। তাঁর স্বামী, ইসিএলের নিরাপত্তাকর্মী চন্দ্রদেব হরিজন জানান, এ দিন দুপুরে স্নান করার পর ঘরের উঠোনে লোহার তারে ভিজে কাপড় মেলছিলেন তাঁর স্ত্রী। তখনই তড়িদাহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
পুরপ্রধান অসুস্থ থাকায় ভেস্তে গেল রানিগঞ্জ পুরসভার নির্ধারিত বৈঠক। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভে পুরভবনের বাইরে চার ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পুরপ্রধান অনুপ মিত্র। পরে উপ-পুরপ্রধান ও তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধান্ত নেন, শুক্রবার রানিগঞ্জ থানায় বৈঠক হবে। |