বাঁশ দিয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তি এবং তাঁর ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বামনগোলা থানার ইশাকপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম লিলিমাই হেমব্রাম (৩০)। খুনের অভিযোগে নিহত আদিবাসী মহিলার স্বামী চায়না হাঁসদা ও তাঁর ভাই ডুডু হাঁসদাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই দিন সন্ধ্যায় চায়না হাঁসদা ও তাঁর স্ত্রী লিলিমাই হেমব্রম একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন। মদ খেতে খেতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। এর পরই চায়না হাঁসদা ও ডুডু হাঁসদা বাঁশ দিয়ে লিলিমাইকে পেটাতে শুরু করে। ঘটনাস্থলে লিলিমাই মারা যায়। স্ত্রীকে খুন করে রক্তাক্ত অবস্থায় চায়না হাঁসদা হেঁটে নালাগোলা ফাঁড়ি যান। কর্তব্যরত পুলিশ কর্মীদের খুনের কথা বলতেই তাঁকে গ্রেফতার করা হয়। তার পরে ডুডু হাঁসদাকে ধরা হয়। সকালে এলাকায় পুলিশ যায়। এ দিকে ঘটনার পর বামনগোলা থানার ওসি-র ভূমিকায় প্রশ্ন উঠেছে। সন্ধ্যা ৭টা’য় খুন হয়। রাত আড়াইটেয় ফাঁড়িতে যান চায়না। তার ৭ ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোয় ওসিকে ভর্ৎসনা করেছেন জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়। বামনগোলা থানার ওসি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, “যখনই জেনেছি তার পরেই জেলা পুলিশ সুপারকে জানিয়েছি।”
|
দক্ষিণ দিনাজপুরে বিএসএনএল-এর পরিষেবায় বাসিন্দাদের ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা জানান, ক’দিন ধরেই পরিষেবা ঠিকঠাক চলছিল না। সংস্থার ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শিবরাম ভট্টাচার্য বলেন, “কুশমন্ডি, বুনিয়াদপুর এলাকার মাঝামাঝি কোনও জায়গায় অপটিক্যাল ফাইভার কেবল কেটে দেওয়ায় বিপত্তি হয়। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিষেবায় সমস্যা হয়েছে।” গ্রাহকের আরও অভিযোগ, বালুরঘাটে মোবাইল থেকে ইন্টারনেট কিংবা এসটিডি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ল্যান্ড লাইনে এক প্রান্তে শুনতে না পাওয়ার মতো নানা সমস্যা লেগেই রয়েছে।
|
বার্ষিক পরীক্ষার খাতা হারানোর জন্য রায়গঞ্জে মোহনবাটি হাইস্কুলে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছে। গত শনিবার স্কুল সংলগ্ন একটি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘর থেকে একাদশ শ্রেণির বাংলার ৫০টি খাতা ছেঁড়া উদ্ধার করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন, বাংলা-সহ একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের ২৮২টি খাতা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের ঘর থেকে খোওয়া গিয়েছে। স্কুলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। জেলা শিক্ষা দফতরের তরফে ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।
|
মাকে এক দল যুবক কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন ছেলে। সে জন্য তাঁকে মারধরের অভিযোগ উঠেছে এক দল যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার ধানতলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আহত যুবকের নাম ইমরান আলি। তিনি মালদহ পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” |