টুকরো খবর |
কালবৈশাখীতে মৃত্যু ৬ জনের, ব্যাপক ক্ষতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বুধবারের ঝড়ে বিভিন্ন জেলায় মৃত্যু হল ৬ জনের। তাঁদের মধ্যে রীতা সাউ (৩) ও জালাল মণ্ডল (৭০) হাওড়ার বাসিন্দা। ডোমজুড়ের অঙ্কুরহাটিতে বাড়ি রীতার মৃত্যু হয়েছে পাঁচিল চাপা পড়ে। পাঁচলার বনহরিশপুরের লায়েকপাড়ার জালাল মণ্ডলের মৃত্যু হয়েছে মাথায় টালি পড়ে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার পাতিবুনিয়া ঘাটে ট্রলারের উপর বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির। ওই ঘটনায় আহত হয়েছেন দু’জন। |
|
কালবৈশাখীর তাণ্ডবের পরে। ক্যানিংয়ের জীবনতলায় (বাঁদিকে)
সামসুল হুদা ও হিঙ্গলগঞ্জে নির্মল বসুর তোলা ছবি। |
জীবনতলার আঠারোবাঁকি গ্রামে মৃত্যু হয়েছে মনছায়ারা শেখের (৪৭)। ঘরের চাল মাথায় পড়ে মৃত্যু হয় ওই মহিলার। ভাঙড়ের মরিচার তাঁতিপাড়ায় গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে আজিজুল খানের (২৪)। বসিরহাটের চন্ডীগড়ি মাঠপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মুলুক মণ্ডলের (৪৫)। হাওড়ার জগত্বল্লভপুরে গাছ চাপা পড়ে আহত হয়েছেন একজন। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। প্রশাসন সূত্রে খবর, হাওড়ার গঙ্গাধরপুর, জুজারসাহা, হরিশপুর, দেউলপুর-সহ জেলার বিভিন্ন জায়গায় উড়ে গিয়েছে বহু বাড়ির চাল। উল্টে গিয়েছে বিদ্যুতের খুঁটি। |
|
ঝড়ে উপড়ে যাওয়া খুঁটি। পাঁচলায় তোলা রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের ছবি। |
ক্ষতি হয়েছে পানের বরজ ও বোরোধানের। হাওড়ার জগত্বল্লভপুরে প্রায় ১৩০০টি মাটির বাড়ি ভেঙেছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ১৫০টি মাটির বাড়ির ক্ষতি হয়েছে। বাড়ি ভেঙেছে অন্যত্রও। ক্ষতি হয়েছে সুন্দরবন এলাকার নদীবাঁধেও।
|
স্ত্রীকে খুনের অভিযোগ, স্বামী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাঁপা-২ পঞ্চায়েতের গড়পাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম সাকিলা বিবি (১৮)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সাকিলা বিবির মা সায়রা বিবির অভিযোগের ভিত্তিতে স্বামী শুকুর আলি মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর পলাতক শ্বশুর-শাশুড়ি ও দেওরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও সুকুরের দাবি, তাঁর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রের খবর, ন’ মাস আগে সাকিলার সঙ্গে বিয়ে হয় শুকুরের। সাকিলার বাপের বাড়ির অভিযোগ, বিয়েতে দাবিমত পণ দেওয়ার পরেও আরও যৌতুকের দাবিতে সাকিলার উপরে নির্যাতন করা হত। ইতিমধ্যে সাকিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু তারপরেও অত্যাচার কমেনি। গ্রামে এ নিয়ে সালিশি বসিয়েও কোনও সমাধান হয়নি। পুলিশ জানায়, এ দিন দুপুরে পারিবারিক অশান্তির জেরে সাকিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে তার বাপেরবাড়িতে জানায় শুকুর। খবর পেয়ে মা সায়রা বিবি-সহ অন্যরা ঘটনাস্থলে যান। সায়রাবিবি বলেন, “গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা হয়েছে বলা হলেও গলায় কেন দড়ির দাগ নেই জানতে চাওয়া হলে শ্বশুরবাড়ির সোকেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসীরা শুকুররে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়।” তাঁর দাবি, মেয়েকে খুন করে শ্বশুরবাড়ির লোকেরা আত্মহত্যার মিথ্যে গল্প তৈরি করছে।
|
প্রতারণার অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চাকরি এবং ব্যাঙ্কঋণ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। দশ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রতারণার অভিযোগ রয়েছে সুধাংশু মণ্ডল নামে ধৃত ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে বসিরহাটের মুন্সিবাগানে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের দাবি, তিনি বারাসত বিএলআরও দফতরে পিয়নের চাকরি করেন। দু’চারজনের কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়েছেন। সময়মত তা ফেরতও দেবেন। কিন্তু তাই বলে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়।” বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কর্মস্থল নিয়ে তিনি সঠিক বলছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
বাসন্তী পুজো
নিজস্ব সংবাদদাতা • সাগর |
দক্ষিণ ২৪ পরগনার সাগরে শুরু হয়েছে সর্বজনীন বাসন্তী পুজো ও মেলা। রবিবার সুমতিনগর গ্রামে শুরু হয়েছে পুজো মেলা। চলবে শুক্রবার পর্যন্ত। পুজোর পাশাপাশি প্রতিদিন থাকছে আবৃত্তি, বসে আঁকো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
ট্রেলারের ধাক্কায় মৃত্যু |
ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে জগদ্দলের এক্সাইজ মোড়ের কাছে ঘোষপাড়া রোডে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শীলা নন্দী (৩২)। তিনি অঙ্গনওয়াড়িকর্মী। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। হঠাত্ই একটি ট্রেলার ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর রাস্তার ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ট্রেলারটি আটক করেছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত ২ |
কালভার্টে ধাক্কা লেগে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। নাম মধু সরকার (২৮) ও জয়দেব শর্মা (২২)। বৃহস্পতিবার বাড়ির কাছেই ধানতলার বঙ্কিমনগরে দুর্ঘটনা ঘটে। |
|