টুকরো খবর
মাইন উদ্ধারে ধৃত ঝাড়খণ্ডী সদস্য
বিস্ফোরক আইনে গ্রেফতার করা হল ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর এক পঞ্চায়েত সদস্যকে। ধৃত ভাগবত হাঁসদা বিনপুর-১ ব্লকের অন্তর্গত আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। বুধবার রাতে বিনপুরের দহিজুড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত বছর ২৮ জুন বিনপুরের কুশবনির জঙ্গল থেকে একটি ডিরেশনাল মাইন উদ্ধার করেছিল পুলিশ। বিস্ফোরক আইনে রুজু করা ওই পুরনো মামলাতে অভিযুক্ত করেই বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করে পুলিশ। ভাগবতবাবুকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায়। ভাগবতবাবুর বাড়ি বিনপুর থানার রঘুনাথপুরে। অভিযুক্তের আইনজীবী কৌশিক সিংহ এ দিন আদালতে অভিযোগ করেন, মঙ্গলবার ভাগবতবাবুকে ধরার পর দু’দিন তাঁকে পুলিশ লক-আপে রেখে নিগ্রহ করা হয়। তাঁর মক্কেলের চিকিৎসা করানোর আবেদন জানান কৌশিকবাবু। বিচারক ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভাগবতবাবুর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন। মেডিক্যাল রিপোর্টটি ২২ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হাসপাতাল সুপারকেও নির্দেশ দেন। ২০০৮ সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে মাইন বিস্ফোরণ-সহ একাধিক মামলায় আগে তিন বার গ্রেফতার হন ভাগবতবাবু। ‘জনগণের কমিটি’র আন্দোলনে তিনি ছিলেন নেতৃস্থানীয়। ২০১১ সালের বিধানসভা নিবার্চনে ছত্রধর মাহাতোর নির্বাচনী এজেন্টও ছিলেন তিনি।

জুলুমের অভিযোগ প্রত্যাহার হলদিয়ায়
তৃণমূলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে কিছু লোক জুলুম চালাচ্ছে বলে থানায় অভিযোগ জানিয়েও, পরে তা প্রত্যাহার করলেন হলদিয়ার একটি প্লাস্টিক কারখানার মালিকপক্ষ। শাসক দলের চাপের মুখে পড়েই এমন করা হল বলে মনে করছেন পূর্ব মেদিনীপুর জেলার বাম নেতৃত্ব। কারখানার মালিক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংগঠনের হলদিয়া শাখার চেয়ারম্যান গৌরহরি দেবদাস বলেন, “সমস্যা মিটে গিয়েছে, তাই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।” যদিও সমস্যা কী করে মিটল, তা ভাঙেননি তিনি। হলদিয়ার ক্ষুদ্র শিল্পতালুকের ওই কারখানায় ভারী ব্যাটারির প্লাস্টিকের খোল তৈরি হয়। বৃহস্পতিবার সকালে দুর্গাচক থানায় করা অভিযোগে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তৃণমূলের কর্মী বলে পরিচয় দিয়ে সম্প্রতি কুমারচক এলাকার কিছু লোক নিয়মিত কারখানায় ঢুকে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলছে। জেলা আইএনটিটিইউসি-র কার্যকরী সভাপতি শিবনাথ সরকারকে বিষয়টি জানিয়েও পরিস্থিতি বদলায়নি। সংবাদ মাধ্যমের কাছে কারখানাটির তরফে দাবি করে, শ্রমিক ছাঁটাই করে দলের কিছু লোককে কারখানায় ঢোকাতে ‘চাপ’ দেওয়া হচ্ছে। এ দিন সন্ধ্যায় অভিযোগ প্রত্যাহার করেন মালিকপক্ষ। শিবনাথবাবুর দাবি, তাঁদের সংগঠনের কেউ ওই কারখানায় ঝামেলা করেনি। কুমারচক এলাকায় আইএনটিটিইউসি নেতা বলে পরিচিত সুব্রত মিদ্যা দাস বলেন, “ওখানে শ্রমিকদের নির্ধারিত সময়ের বেশি কাজ করানো হলে ন্যায্য মজুরি দেওয়ার দাবি জানিয়েছি। মজুরিও বাড়াতে বলেছি।” এলাকার দায়িত্বপ্রাপ্ত সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুদর্শন মান্নার কটাক্ষ, “সমালোচনা সহ্য করতে পারে না শাসক দল। তাই কেউ অভিযোগ জানালে, তা তুলে নিতে বাধ্য করা হয়।”

অটো নিয়েও তৃণমূলে সংঘর্ষ
অটো চালানো নিয়ে বৃহস্পতিবার সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল কোলাঘাট রেলস্টেশন চত্বরে। এই ঘটনার জেরে কোলাঘাট-জশাড় রুটে অটো চলাচল বন্ধ হয়ে যায় এ দিন। কোলাঘাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে জশাড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কে প্রায় ৪০টি অটো চলে। তৃণমূলের একটি গোষ্ঠীর লোকজন অটো চলাচল নিয়ন্ত্রণ করে। সম্প্রতি তৃণমূলের আর একটি গোষ্ঠীর লোকজন ওই রুটে আরও ৩টি অটো চালানোর চেষ্টা করলে দুই গোষ্ঠীর বিরোধ বাধে। এই নিয়ে গত মঙ্গলবার দুপুরে অটো চালকদের মধ্যে একপ্রস্থ গণ্ডগোল বাধে। পুলিশের হস্তক্ষেপে গণ্ডগোল সাময়িক ভাবে মিটলেও বৃহস্পতিবার ফের গোলমাল হয়। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ আবুল কালাম নামে এক চালক নতুন অটো নিয়ে গেলে বিরোধী গোষ্ঠীর অটো চালকরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এই নিয়ে তৃণমূলের দু’গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি হয়। মেচেদার আইএনটিটিইউসি নেতা সেলিম আলি অবশ্য দাবি করেন, “কোলাঘাট-জশাড় রুটের অটো মালিকরা আমাদের শ্রমিক সংগঠনের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছেন। এখনও অনুমোদন দেওয়া হয়নি।”

পূর্বে ঝড়-জলে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল ঝড়-বৃষ্টির জেরে ভাঙল ঘরবাড়ি, ব্যাপক ক্ষতি হল চাষের। প্রশাসন সূত্রে খবর, গত মঙ্গলবার ও বুধবারের কালবৈশাখীর দাপটে জেলায় প্রায় ৫ হাজার কাঁচা বাড়ি, বোরো-সহ অন্যান্য চাষ মিলিয়ে প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন জানান, “গত দু’দিনের ঝড়-বৃষ্টিতে জেলার উপকূলবর্তী রামনগর ১, ২, কাঁথি ১, ২ ,৩ , খেজুরি ১, ২, নন্দীগ্রাম ১, ২ ব্লক ছাড়াও চণ্ডীপুর, ভগবানপুর ১, ২, পটাশপুর ১, ২, পাঁশকুড়া, কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বোরো ধানে ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার হেক্টর। ১২ হাজার হেক্টর জমিতে পান, ফুল, সব্জি-সহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ত্রিপল চাওয়া হয়েছে রসরকারের কাছে।”

সাবস্টেশন উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ে নতুন সাবস্টেশন
বিদ্যুৎ সঙ্কট মেটাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দু’টি সাব স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। আগে বিশ্ববিদ্যালয়ে দু’টি ২৫০ কেভি সাব স্টেশন ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অনেক সময়ই কিছু বিভাগে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হতেন কর্তৃপক্ষ। নতুন দু’টি ৭৫০ কেভি সাবস্টেশন তৈরি করায় আর সেই সমস্যা থাকবে না বলেই জানিয়েছেন উপাচার্য। লোডশেডিং হলেও যাতে সমস্যা না হয়, সে জন্য দু’টি বড় জেনারেটর কেনা হয়েছে।

স্বাভাবিক রেক পয়েন্ট
পাঁশকুড়া স্টেশনের কাছে রেলের রেক পয়েন্টে যাওয়ার রাস্তা খুলল অবশেষে। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর পর একাধিক লরিতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে গত সোমবার রাতে। তার পর থেকেই বন্ধ ছিল রেক পয়েন্ট। রেক পয়েন্ট থেকে মালবাহী ট্রাক বন্ধ থাকার জেরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মাদ্রাজ সিমেন্ট কারখানায় কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

সেতুর শিলান্যাস
দীর্ঘ কয়েক দশক পর অবশেষে পটাশপুর ১ ও ভগবানপুর ২ ব্লকের সংযোজক গাজিপুর-উত্তর খামার খালে সেতু নির্মাণের কাজ শুরু হল। বুধবার রামবসান গ্রামে ওই সেতুর শিলান্যাস করেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। পূর্ত আধিকারিক স্বপন পণ্ডিত বলেন, “৪২ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া সেতুটি নির্মাণে ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়েছে। আশা করা যায়, বর্ষার আগেই কাজ শেষ হবে।”

বালিকাকে ধর্ষণ
চার বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার খেজুরি থানার দক্ষিণ লাক্ষী গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার শেখ রেজাবুল নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অন্য জন পলাতক। শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

বৃদ্ধের দেহ উদ্ধার
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কেশবপুর ও তমলুক স্টেশনের মাঝে। দিঘা থেকে সাঁতরাগাছিগামী প্যাসেঞ্জার ট্রেনে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। দরজার ধারেই দাঁড়িয়েছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.