সাফল্যের রেসিপির সন্ধান দিলেন মুডি |
‘তারুণ্যের জোশ আর মানসিকতা’ |
এ বারের আইপিএলে যদি কোনও টিম সাড়া ফেলে দেয়, তা হলে সেটা টম মুডির টিম সানরাইজার্স হায়দরাবাদ। তারকা প্লেয়ার বলতে ডেল স্টেইন, কুমার সঙ্গকারা। এমনকী শিখর ধবনও চোট পেয়ে বাইরে। তা সত্ত্বেও ছ’ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের উপরের দিকেই রয়েছে সানরাইজার্স।
এই সাফল্যের রেসিপিটা কী? সানরাইজার্স কোচ টম মুডি বলছেন, “আমি ছেলেদের একটা কথাই বুঝিয়েছি। দেখো, আমরা দল হিসাবে হয়তো হেভিওয়েট নই। কিন্তু মাঠে নেমে হারার আগে হারবে না।”
কোচের মন্ত্রে কি না জানা নেই, কিন্তু মাঠে নেমে শেষ বল পর্যন্ত লড়াই না ছাড়ার অঙ্গীকার ঠিকই রেখে যাচ্ছেন সানরাইজার্সের ক্রিকেটাররা। বেঙ্গালুরুর সঙ্গে সুপার ওভারে জয়, পুণের বিরুদ্ধে কম রান করেও ম্যাচ জেতা সবই যেন সেই মানসিকতার প্রতিফলন। মুডিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেখুন আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের ব্যাটিংটা একটু দুর্বল। তার উপর শিখর ধবন নেই চোটের জন্য। তবে আমাদের ব্যাটিং দুর্বলতা অনেকটাই ঢেকে দিয়েছে বোলাররা। ইশান্ত শর্মা, অমিত মিশ্ররা দুর্দান্ত বল করে চলেছে। তার উপর ডেল স্টেইন তো আছেই। এর সঙ্গে ছেলেদের নাছোড় মানসিকতা আর জোশ মিলেই আমাদের সাফল্য এনে দিচ্ছে।” |
মুডি আরও কৃতিত্ব দিচ্ছেন দলের নতুন মুখদের। “আমাদের সিনিয়র বিদেশি প্লেয়ারদের সঙ্গে তরুণরা দারুণ ভাবে মিশে গিয়েছে। আমরা আমাদের নতুন ভারতীয় প্লেয়ারদের উপর আস্থা রেখেছিলাম। সুযোগ দিয়েছিলাম গ্রেট প্লেয়ারদের সঙ্গে খেলার। ওরা সেই আস্থার মর্যাদা দিচ্ছে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে সঙ্গে ওরা উন্নতি করবে,” বলছেন হায়দরাবাদ কোচ।
আগামিকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে তাঁর দল। আপনার সামনে এখন পাখির চোখ কী? আইপিএল ট্রফি? অতদূর তাকাতে রাজি নন মুডি। শুধু এটুকু বলছেন, “জিততে তো অবশ্যই চাই। কিন্তু এখনই অতদূর ভাবছি না। আমাদের প্রথম লক্ষ্য হল নক আউট পর্বে যাওয়া। পরের কথা পরে ভাবা যাবে।” |