বাঁচার যুদ্ধে ম্যাক-মন্ত্র জপ শুরু নাইটদের
পাঁচ ম্যাচে তিন হার, জয় দুই। আইপিএল ফাইভ চ্যাম্পিয়নরা ন’টিমের টেবলে সাতে। শনিবার সামনে চেন্নাই। যারা কলকাতার পা দেওয়ার ঘণ্টা কয়েক আগে দিল্লিকে উড়িয়ে পয়েন্ট টেবলে উঠে এসেছে চার নম্বরে। জয়-পরাজয়ের হিসেবটা নাইটদের ঠিক উল্টো। পাঁচ ম্যাচে তিন জয়, দুই হার।
এই অবস্থায় পেপসি আইপিএলে বিপর্যস্ত নাইটদের ভেসে ওঠার মন্ত্র কি? কী আবার, ‘ম্যাক-মন্ত্র’!
কেকেআর টিম ম্যানেজমেন্ট চাইছে, যে কোনও অবস্থায়, যে কোনও উপায়ে এখন ব্রেন্ডন ম্যাকালামকে চার বিদেশির স্লটে নিয়ে আসতে। বৃহস্পতিবার নাইটদের প্র্যাকটিস ছিল না, পুরোদস্তুর ‘অফ ডে’, ব্রেট লি-কালিসদের মতো কউ কেউ আবার আরসিজিসি-র গল্ফ কোর্সেও ঢুঁ মারলেন, কিন্তু তার মধ্যেই ধোনির চেন্নাইয়ের মহড়া নেওয়ার প্রস্তুতি চালু হয়ে গেল।
মোহালিতে কিংস ইলেভেনের কাছে হার নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের এখনও হজম হচ্ছে না। শুধু তাই নয়, টিম ম্যানেজমেন্ট প্রবল চিন্তায় ব্যাটিং নিয়ে। যা স্বাভাবিক। বিসলার উপর ভরসা করা যাচ্ছে না। ধারাবাহিকতা বলে কোনও বস্তু নেই। কালিসের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও অফ ফর্মের কবলে। বোলিংয়ে উইকেট পাচ্ছেন, কিন্তু ব্যাটে রান নেই। আরও ভয়াবহ দশা মিডল অর্ডারের। মনোজ তিওয়ারির ব্যাটিং চোখে দেখা যাচ্ছে না। তথৈবচ ইউসুফ পাঠানও। সিনিয়র পাঠানের খারাপ ফর্ম নিয়ে এতটাই সমালোচনা হচ্ছে যে, কেকেআরের শীর্ষমহল থেকে বলে দেওয়া হয়েছে মিডিয়ায় ইউসুফ যেন মুখ না খোলেন।
নাইটদের মনে হচ্ছে, পরিস্থিতি কিছুটা পাল্টানো যেতে পারে ম্যাকালামকে খেলিয়ে দিলে। টি-টোয়েন্টিতে বরাবরই তিনি বিধ্বংসী ব্যাট। গম্ভীরের সঙ্গে ম্যাকালাম একবার দাঁড়িয়ে যাওয়া মানে, চিন্তা অনেকটাই কমে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাকালাম আসবেন কার জায়গায়? কালিসকে বসানোর কোনও উপায় নেই। সুনীল নারিনকে তো আরওই নয়। বাকি রইলেন দু’জন। ওয়েন মর্গ্যান এবং সচিত্র সেনানায়কে। এঁদের মধ্যে মর্গ্যান যে ভাবে কেকেআর মিডল অর্ডারকে যে ভাবে সামলাচ্ছেন, তাতে তাঁকেও বসানো কঠিন। জানা গেল, ম্যাকালামকে জায়গা করে দিতে সম্ভবত সেনানায়কেকেই ডাগআউটে বসতে হবে। চেন্নাই ম্যাচে ফিরতে পারেন লক্ষ্মীরতন শুক্লও। তাঁর হাঁটুর অবস্থা এখন অনেকটাই ভাল।
নাইটদের সারা দিন
রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে মর্গ্যান, ব্রেট লি ও জাক কালিস। বৃহস্পতিবার। ছবি: শঙ্কর নাগ দাস
চেন্নাই শহরে ঢুকছে আজ, শুক্রবার। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং ফর্ম দিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে। এবং সব দেখেশুনে নাইটদের কেউ কেউ জানিয়ে দিচ্ছেন, ধোনি, হাসি ছাড়াও আরও একজন ইডেনের স্পিনিং-ট্র্যাকে কেকেআরের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। কারণ, চেন্নাই মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি স্পিনটাও বেশ ভাল করছেন।
নামটা সুরেশ রায়না নয়। এমএসডি-র দৌলতে তাঁর হালফিলে বেশ নামডাক হয়েছে ‘স্যর রবীন্দ্র জাডেজা’!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.