তিন সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ মধু কোড়া। মঙ্গলবারই রাঁচি হাইকোর্ট কোড়ার জামিন মঞ্জুর করে। মায়ের অসুস্থতার কারণে তাঁকে অন্তবর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হয়। রাঁচি হাইকোর্টের কাছে এমন আবেদনই করছিলেন কোড়া। শেষ পর্যন্ত উচ্চ আদালত তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন।
আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ জামিনের কপি রাঁচি জেল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছয়। দুপুর সওয়া একটা নাগাদ জেলের বাইরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর স্ত্রী, বিধায়ক গীতা কোড়া তাঁকে স্বাগত জানান। তাঁকে স্বাগত জানাতে তাঁর লোকসভা কেন্দ্র, চাইবাসা থেকে অন্তত দু’শো সমর্থক অপেক্ষা করেন জেলের বাইরে। তিন সপ্তাহ পরে ফের তাঁকে জেলে ফিরে যেতে হবে। জেল থেকে বেরিয়ে সোজা তিনি হাসপাতালে চলে যান অসুস্থ মাকে দেখতে। হিসাব বহির্ভূত সম্পত্তির কারণে ২০০৯ সালে রাজ্য ভিজিলেন্স গ্রেফতার করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পরে সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই। গ্রামীণ বৈদ্যুতিকরণে বেআইনিভাবে বিদেশী সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে সচিব নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতি, হুণ্ডিতে টাকা পাচার ও আয়কর সংক্রান্ত মোট পাঁচটি মামলায় জড়ায় কোড়ার নাম। গ্রামীণ বৈদ্যুতিকরণে দুর্নীতির মামলা ছাড়া সবক’টি মামলাতেই জামিন পান কোড়া।
জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি কোড়া। হাসপাতালেও মাকে দেখতে ভিতরে চলে যান। পরে তিনি বলেন, “যে ক’টা দিন হাতে পেয়েছি সে ক’টা দিন মায়ের দেখাশোনা করতে চাই। আশা করি মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।”
|