জেলে বচসায় জড়িয়ে কনুইয়ে চোট কোড়ার
জেলের ভিতরে অন্য কয়েদি ও রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে ঠেলাঠেলিতে জখম হলেন ‘ভিআইপি-বন্দি’ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। রাঁচির হোটওয়ারে বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলের সুপার দিলীপকুমার প্রধান জানান, ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে কোড়ার ডান কনুইয়ে চোট লেগেছে বলে ‘এক্স-রে’ পরীক্ষায় ধরা পড়েছে। আজ বেলা ১১টা নাগাদ জেলে ঘটনাটি ঘটে। কোড়াকে আপাতত রাঁচির রাজেন্দ্রলাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে।
কী ভাবে হঠাৎ ঝগড়া-হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী? ঝাড়খণ্ড পুলিশের আইজি (কারা) বিজয় কুমার সিংহের কথায়, ‘‘কোড়া অন্য কয়েদিদের উস্কে জেল কর্তৃপক্ষের অব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তাতে উল্টো ফল হয়েছে। তবে প্রকৃত ঘটনা কী হয়েছে জানতে, উচ্চ পর্যায়ের তদন্ত হবে।” পুলিশকর্তারা জানাচ্ছেন, গোলমালের সূত্রপাত রাঁচির জেলে একটি নতুন আইনকে ঘিরে। নতুন নিয়ম অনুযায়ী, রবিবারে কোনও কয়েদির পরিজনেরাই জেলে গিয়ে প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারবেন না। কিন্তু মধু কোড়ার স্ত্রী চাইবাসার জগন্নাথপুরের বিধায়ক গীতা কোড়া গত কালই বিরসা মুন্ডা জেলে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করার অনুমতি না-মেলাতেই কোড়া চটেছিলেন বলে পুলিশের দাবি।
চিকিৎসা চলছে মধু কোড়ার। ছবি: পি টি আই
জেল সুপার প্রধানের কথায়, “কোড়া এবং তাঁরই মতো ভিআইপি বন্দি প্রাক্তন মন্ত্রী হরিনারায়ণ রাই, এনোস এক্কারা মিলে প্রথমে অনশন শুরু করেন। তারপরে নিরাপত্তা রক্ষীদের হটিয়ে সটান সাধারণ ওয়ার্ডে ঢুকে জেলের অব্যবস্থা, খারাপ খাবার ইত্যাদির কথা বলে অন্য কয়েদিদের তাতানোর চেষ্টা করেন।” প্রধান বলেন, “তখন কয়েদিদের খাবার সময়। কোড়ারা ঢুকে তাঁদের প্রতিবাদ করার কথা বললে কোনও কোনও কয়েদি পাল্টা চেঁচিয়ে ওঠেন, এই ভিআইপি বন্দিরা নিজেরা খেয়েদেয়ে তাঁদের খাবারে ভাগ বসাতে এসেছেন বলে। ভিড়ে ঠেলাঠেলিতে কোড়া পড়ে যান।”
জখম হলেও কোড়ার কনুইয়ের চোট অবশ্য গুরুতর নয় বলেই মনে করছেন জেল-কর্তারা। তাঁদের দাবি, চিকিৎসার ব্যাপারে কোনও ঝুঁকি না-নিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সটান রিমসে পাঠিয়ে দেওয়া হয়েছে।” আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ আইনে অভিযুক্ত কোড়া বর্তমানে চাইবাসার সাংসদ। ২০০৯ সালের ৩০ নভেম্বর থেকেই তিনি জেল-বন্দি। জেল-কর্তাদের মতে, এ যাবৎ, জেলে ‘শান্ত’ জীবনযাপন করলেও এ বারই প্রথম কোড়া ঈষৎ বিগড়ে গিয়েছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.