টুকরো খবর |
ফুড ইনস্পেক্টরের ২৫ কোটির সম্পত্তির হদিস |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
এক সরকারি চাকুরের ঘরে প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ভিজিল্যান্স দফতরের অফিসাররা। এখনও ওই অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে বলে ভিজিল্যান্স দফতর থেকে জানানো হয়েছে।
সুরেন্দ্র কুমার যাদব নামে খাদ্য দফতরের এই ইন্সপেক্টর কয়েক বছর আগে যখন ভাগলপুরে কর্মরত ছিলেন, সেই সময় থেকেই তিনি ভিজিল্যান্সের নজরদারিতে ছিলেন। অবশেষে ভিজিল্যান্সের ডিএসপি কনিষ্ক সিংহের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। কঙ্করবাগের অশোকনগর এলাকায় পাঁচতলার বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে দেড় কিলোগ্রাম সোনা উদ্ধার করে তদন্তকারীরা। এ ছাড়াও হদিশ মেলে পটনার অশোকনগরে ৩৮ কাঠা জমির। রাজগিরে মিলেছে ২৩ একর জমির সন্ধান। তদন্তকারীরা জানতে পেরেছে রাজগিরে আরও ৬০ কাঠা জমি কেনার পরিকল্পনা করেছিলেন এই সরকারি কর্মী। সেখানে বুদ্ধ এডুকেশন ট্রাস্টের অর্ন্তগত হয়ে একটি মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারং কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন খাদ্য দফতরের ওই ইন্সপেক্টর। উল্লেখ্য, তাঁর মাসমাইনে ৩৫ হাজার টাকা।
ভিজিল্যান্সের এসপি পারভেজ আখতার বলেন, “নির্দিষ্ট খবরের ভিত্তিতেই আমরা এই তল্লাশি চালিয়েছি। জমি এবং গয়না ছাড়াও ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে।” তিনি বলেন, “এই কর্মীর বিরুদ্ধে দু’দিন আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়েছে।” এই ইন্সপেক্টরের দায়িত্ব ছিল, পটনার বিভিন্ন হোটেল, রেস্তোঁরা, ফাস্ট ফুডের দোকানগুলিতে খাদ্যের গুনমাণ যাচাই করা।
|
জার্মান বেকারি বিস্ফোরণের মামলায় মৃত্যুদণ্ড জঙ্গিকে |
সংবাদসংস্থা • পুণে |
পুণের জার্মান বেকারি বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি মির্জা হিমায়েত বেগকে মৃত্যুদণ্ড দিল আদালত। সম্প্রতি জঙ্গিদের ক্ষেত্রে দেশের আদালত যে কড়া মনোভাব নিয়েছে এই সাজা তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এই প্রথম ভারতে মৃত্যুদণ্ড হল ইন্ডিয়ান মুজাহিদিনের কোনও জঙ্গির। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুণের জার্মান বেকারিতে বিস্ফোরণে নিহত হন ১৭ জন। আহত হয়েছিলেন ৬০ জন। গত সেপ্টেম্বরে বেগকে গ্রেফতার করে পুলিশ। মহারাষ্ট্রের লাতুরে তার বাড়ি থেকে ১,২০০ কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের বক্তব্য, জার্মান বেকারিতে বিস্ফোরক রাখার কাজ করেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল। ১৫ এপ্রিল দোষী সাব্যস্ত হওয়ার কথা শুনে শান্তই ছিল বেগ। কিন্তু আজ মৃত্যুদণ্ডের কথা শুনে অজ্ঞান হয়ে যায় সে। জল দিয়ে তাকে সুস্থ করে পুলিশই। পরে কড়া নিরাপত্তায় বেগকে জেলে নিয়ে যাওয়া হয়। বেগের মৃত্যুদণ্ডের দাবিতে অনশনে বসেছিলেন পুণে বিস্ফোরণে নিহত অদিতির বাবা হরদয়েশ জিন্দল। অনশন ভেঙেছেন তিনি।
|
পুরনো খবর: পুণের রেস্তোরাঁয় বোমা ফেটে হত ৯, জখম ৫৩
|
নীতীশকে আক্রমণ নিয়ে সরব জেডিইউ নেতৃত্ব |
নিজস্ব সংবাদদাতা • পটনা ও নয়াদিল্লি |
এনডিএ-র দুই শরিকের মধ্যে স্নায়ু যুদ্ধ অব্যাহত। আজ বিহার জেডিইউ-এর তরফে অভিযোগ করা হয়েছে, নীতীশ কুমার দিল্লিতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম না করে ভাষণ দিলেও বিজেপি ক্রমাগত নীতীশ কুমারের নাম করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে জেডিইউ মর্মাহত। জেডিইউয়ের রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ বলেন, “আট মাস আগেই আমরা এই ব্যাপারে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছি। এটা নতুন কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও দুই শরিকের মধ্যে অহেতুক তিক্ততা বাড়ানো হচ্ছে।” তিনি জানান, “যে ভাবে নীতীশ কুমারের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেওয়া হচ্ছে তাতে বিষয়টি ক্রমশ জটিল হচ্ছে।” সম্প্রতি নীতীশের ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়, বিজেপি-র প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না বলে নীতীশকে আশ্বাস দিয়েছিলেন। সেই দাবি উড়িয়ে দিয়েছেন নিতিন। তাঁর বক্তব্য, এমন আশ্বাস দেওয়া হয়নি।
|
টু-জি রিপোর্টে রেহাই মনমোহন, চিদম্বরমকে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি স্পেকট্রাম বণ্টনে অনিয়মের দায় থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ‘ক্লিন চিট’ দিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। কমিটি তাদের খসড়া রিপোর্টে জানিয়েছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে ‘ভুল পথে’ চালিত করেছিলেন তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকেও ছাড় দেওয়া হয়েছে ওই খসড়া রিপোর্টে। কমিটির বক্তব্য, স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে নিয়মের যে বদল রাজা করেছিলেন, সে সম্পর্কে মনমোহন বা চিদম্বরকে কিছুই জানানো হয়নি। কিছু কোম্পানির সুবিধা করে দেওয়ার জন্যই এ রাজা ‘আগে এলে আগে পাবে’ নীতি চালু করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে রিপোর্টে। স্পেকট্রাম বণ্টনে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা ক্ষতির যে হিসেব সিএজি দিয়েছিল, তাকেও উড়িয়ে দিয়ে জেপিসির রিপোর্টে বলা হয়েছে, ওই হিসেব ‘অবাস্তব’। ডিএমকে ইতিমধ্যেই জানিয়েছে, রাজার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।
|
মেঘালয়ে লোকায়ুক্ত বিল পাস বিধানসভায় |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিতর্কিত ‘মেঘালয় লোকায়ুক্ত বিল ২০১৩’ মেঘালয় বিধানসভায় গৃহীত হল। এর আগে জানুয়ারি মাসে রাজ্যপাল রঞ্জিত্ শেখর মুশাহারি বেশ কিছু সংশোধনী-সহ ‘মেঘালয় লোকায়ুক্ত বিল, ২০১২’ ফেরত পাঠিয়েছিলেন। রাজ্যপালের পরামর্শ অনুযায়ী জেলা পরিষদগুলিকেও লোকায়ুক্তের অধীনে আনা হয়েছে। লোকায়ুক্তের সদস্য হওয়ার জন্য আবশ্যক চারটি যোগ্যতা বিলে উল্লেখ করা হয়েছে। লোকায়ুক্তর মেয়াদ হবে সর্বাধিক তিন বছর। আজ মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বিলটি বিধানসভায় পেশ করেন। সংশোধনীগুলি সর্বসম্মতভাবে গৃহীত হয়। তবে সরকার ও বিরোধীপক্ষ বিলে আরও বেশ কিছু সংযোজন চেয়েছিল। আইনে আটকানোয় স্পিকার তার অনুমতি দেননি। সংশোধিত বিল রাজ্যপালের কাছে ফের পাঠানো হয়। এ বার তাঁকে বিলে অনুমোদন দিতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, “বিলটি আইন হিসাবে স্বীকৃতি পাওয়ার পর আরও সংশোধনীর জন্য বিধানসভার পরবর্তী অধিবেশনে ফের তা উত্থাপিত হবে। আমরা চাই লোকায়ুক্ত আরও বেশি শক্তিশালী হোক।”
|
উদ্ধার মাদক ট্যাবলেট |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রেলপুলিশের অভিযানে ৫৭০ কিলোগ্রাম সিউডো এফেড্রিন ট্যাবলেট উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি স্টেশনে। পুলিশ জানায়, দিল্লি থেকে মায়ানমারে পাচার হচ্ছিল ওই ট্যাবলেট। গত কাল রাতে তল্লাশি চালিয়ে মিজোরামের বাসিন্দা লালনুনথারি ও ধুবুরির প্রদীপকুমার রায়ের হেফাজত থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।
|
শেট্টারের দাবি |
মালেশ্বরমে বিজেপি দফতরের সামনে বিস্ফোরণের কোনও সুনির্দিষ্ট খবর বা সতর্কবার্তা ‘কারও কাছ’ থেকেই পাওয়া যায়নি বলে দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। বৃহস্পতিবার কে সি জেনারেল হাসপাতালে বিস্ফোরণে জখম ১৬ জনকে দেখতে গিয়ে এ কথা জানান তিনি। তবে এর পরেও রাজ্যের গোয়েন্দাদের ব্যর্থতা মানতে রাজি হননি শেট্টার। এই বিস্ফোরণের ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। একাংশ বলেছেন, দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকার সহানুভূতি কুড়োতেই এ সব ঘটিয়েছে।
|
গণধর্ষণ দিল্লিতে |
ফের রাজধানীর বুকে ঘটল গণধর্ষণের ঘটনা। অভিযোগ, বুধবার রাতে তিন যুবক এক নেপালি মহিলাকে ধর্ষণ করে। তার পর তাঁকে অর্ধনগ্ন অবস্থায় উত্তর দিল্লির রাস্তায় ফেলে রেখে যায় তারা। সকাল সাড়ে সাতটা নাগাদ স্থানীয় মানুষ মহিলাকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রের খবর, মহিলা কথা বলার মতো অবস্থায় ছিলেন না। ইটের টুকরো দিয়ে লেখেন শুধু তিনটি শব্দ ‘নেপাল’, ‘রেপ’, ‘কোটলা মুবারকপুর’। সেই লেখার সূত্র ধরেই জানা গিয়েছে, তিনি কোটলা মুবারকপুরের বাসিন্দা। সম্ভবত তিনি বিবাহিতা।
|
শ্লীলতাহানির প্রতিবাদে খুন |
বান্ধবীর নিগ্রহ রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন রোশন শরমিত নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে নাগপুরের মেডিক্যাল কলেজ স্কোয়ারে। পুলিশ জানায়, কলেজ পড়ুয়া রোশন মোটরবাইকে তাঁর বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী তাঁর বান্ধবীকে উত্যক্ত করতে শুরু করে। রোশন বাধা দিতে গেলে উত্যক্তকারীদের মধ্যেই এক জন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জখম রোশনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোশনের মৃত্যু হয়।
|
লস্কর জঙ্গি হত |
পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে নিহত হল এক লস্কর জঙ্গি। গ্রেফতার লস্করের এক কম্যান্ডার। ধৃতের নাম ফাহাদুল্লাহ। ঘটনাটি ঘটেছে বারামুল্লা জেলার সোপোরে। কাশ্মীর পুলিশের দাবি, পাকিস্তানের মুলতানের বাসিন্দা ফাহাদুল্লাহ ২০০৯ সাল থেকে কাশ্মীরে সক্রিয়।
|
বাড়ল মহার্ঘ ভাতা |
আরও এক কিস্তি মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বৃহস্পতিবার তা ৭২% থেকে বাড়িয়ে ৮০% করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মী ও ৩০ লক্ষ পেনশনভোগী। ডিএ-র এই বর্ধিত হার কার্যকর ধরা হবে ২০১৩-র ১ জানুয়ারি থেকেই।
|
ছাত্রকে ধর্ষণ |
পাঁচ বছরের এক কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠল তার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির জগৎপুরি এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম প্রমোদ। |
|