অটো চুরির অভিযোগে পাচার-চক্রের চার জনকে বুধবার গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের নাম সহদেব চক্রবর্তী, মহম্মদ সইদুল্লা মণ্ডল, সঞ্জীব রায় ও অশোক বিশ্বাস। চক্রের আর এক চাঁই রাজেশ ঘোষ আগেই ধরা পড়েছে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে পাঁচটি অটো। সেগুলো ভুয়ো রেজিস্ট্রেশন নম্বরে রাস্তায় নামানো হয়েছিল। কী ভাবে অটো চুরি করত সহদেবরা? পুলিশ জেনেছে, নারকেলডাঙার বাসিন্দা রাজেশ যাত্রী সেজে অটোতে উঠে চালকের সঙ্গে ভাব জমাত। সকলে নেমে গেলে কিছু খাবার কিনে আনার জন্য চালকের হাতে ৫০০ টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিত সে। চালক অটো ছেড়ে যেতেই রাজেশ গাড়ি নিয়ে চম্পট দিত। পুলিশ জানায়, অটো চুরির পরে রাজেশ সেটি সহদেবকে দিলে সে বাসের রেজিস্ট্রেশন নম্বর লাগিয়ে অটোটিকে রাস্তায় নামাত। বাকিরা তাকে সাহায্য করত। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ বৃহস্পতিবার বলেন, “তদন্ত চলছে। আরও অটো উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।”
|
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও যুব সম্প্রদায়ের মধ্যে তার বিস্তারের লক্ষ্যে শহরে হতে চলেছে আন্তর্জাতিক এক সম্মেলন। উদ্যোক্তা ‘সোসাইটি ফর প্রোমোশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কালচার অ্যামংস্ট ইয়ুথ’ (স্পিকম্যাকে)। সংস্থা সূত্রে খবর, ২০ মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে শুরু হওয়া সাত দিনব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের প্রায় ১৫০০ প্রতিনিধি। সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে ‘স্পিকম্যাকে’-র এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্যপাল এম কে নারায়ণন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরজু মহারাজ, গিরিজা দেবী, শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী প্রমুখ শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন তীজন বাঈ, পার্বতী বাউলের মতো লোকশিল্পীরাও। চলবে শিল্পীদের সহ্গে বিভিন্ন কর্মশালাও।
|
এক মহিলা ক্রীড়াবিদকে মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম বিজয় সিবরওয়াল, শ্যাম গুপ্ত ও চন্দন অগ্রবাল। বেহালার বাসিন্দা ওই মহিলা আন্তর্জাতিক স্তরের সাইক্লিস্ট। তিনি কলকাতা পুরসভায় চাকরি করেন। বুধবার রাতে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য তিনি ধর্মতলায় শাটল ট্যাক্সিতে উঠছিলেন। তখনই ওই তিন যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ, ওই যুবকদের মারধরে মহিলার কপালে আঘাত লাগে। এক পুলিশকর্মী মোটরবাইকে চেপে টহল দিতে গিয়ে ওই যুবকদের পাকড়াও করেন।
|
সুদীপ্ত-তদন্তে বাড়তি সময় |
এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্তে কলকাতা পুলিশকে আরও সাত দিন সময় দিল রাজ্য মানবাধিকার কমিশন। ১৬ এপ্রিল এই বিষয়ে কমিশনের কাছে কলকাতা পুলিশের ওই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তা দিতে পারেনি। আরও সাত দিন সময় চেয়ে কমিশনের কাছে আবেদন জানায় তারা। কমিশনের চেয়ারম্যান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এবং সদস্য বিচারপতি নারায়ণচন্দ্র শীল বৃহস্পতিবার কলকাতা পুলিশের সময় বাড়ানোর আর্জি মঞ্জুর করেন বলে জানান কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। কমিশন সূত্রের খবর, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যই পুলিশকে বৃহস্পতিবার থেকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
পুরনো খবর: রাজ্যপালের কাছে সিবিআই চাইলেন সুদীপ্তর বাবা-দিদি
|
অনার্স পার্ট টু নির্দিষ্ট দিনেই |
পূর্ব নির্ধারিত তারিখ মেনেই অনার্স পার্ট টু পরীক্ষা নেওয়া হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন। ওই সূচি অনুযায়ী বিকম পার্ট টু (অনার্স) পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল এবং বিএ, বিএসসি (অনার্স) পার্ট টু পরীক্ষা শুরু হবে ১৭ মে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে সূচি বদলানোর সম্ভাবনা ছিল। তাই পরীক্ষার সবিস্তার সূচি চূড়ান্ত করা যাচ্ছিল না বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। আইনি জটিলতার জেরে ওই নির্বাচন আপাতত কিছুটা পিছিয়ে যেতে পারে, এমন ধারণা থেকে অবশেষে সূচি চূড়ান্ত করেছেন কর্তৃপক্ষ। তবে পার্ট ওয়ান পরীক্ষার সবিস্তার সূচি এখনও চূড়ান্ত হয়নি।
|
দমদম সেন্ট্রাল জেল থেকে উদ্ধার হল দেড় কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জেলের পাঁচিলের ধারে তিনটি পুঁটলি পড়ে থাকতে দেখেন রক্ষীরা। সেগুলি খুলে তাঁরা দেখেন, ছোটো ছোটো গাঁজার প্যাকেট। পুলিশের অনুমান, পাঁচিলের অন্য প্রান্ত থেকে কেউ এই পুঁটলি ছুড়ে দিয়েছে। এর আগেও সেন্ট্রাল জেল থেকে গাঁজা মিলেছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলের নিরাপত্তা বাড়াতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে।
|
নেতাজি সুভাষ ডক রোডে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সুমিত চক্রবর্তী (৪৫)। বাড়ি হাওড়ার শিবপুরে। বৃহস্পতিবার দুপুরে ভূতঘাটের কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত সুমিতবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক। |