টুকরো খবর
বর্ণপরিচয় নিয়ে ফের বৈঠক
কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটে পুনর্বাসন নিয়ে বেঙ্গল শেল্টারের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন পুরনো বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বেঙ্গল শেল্টারের কর্ণধার সমর নাগের বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে মেয়র জানান। ছিলেন মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ ও পুর কমিশনার খলিল আহমেদ। তারকবাবু বলেন, “পুরনো কলেজ স্ট্রিট মার্কেটে ৯৫৩ জন মতো ব্যবসায়ী ছিলেন। পিপিপি মডেলে মার্কেট গড়ার দায়িত্ব পায় বেঙ্গল শেল্টার। শর্ত ছিল, সব ব্যবসায়ীকে জায়গা দিতে হবে।” তিনি জানান, জাতীয় বিল্ডিং নিয়ম মেনে বাড়িটির একতলায় জায়গা কমে গিয়েছে। তা ব্যবসায়ীদের জানানোও হয়েছে। বৈঠক শেষে সমর নাগ বলেন, “মূল সমস্যা যেখানে যার ব্যবসা ছিল, সেখানে তা দেওয়া নিয়ে। শনিবার তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসব।”

বিমানবন্দরে পণ্য-জট কাটল এ মাসের মতো
কলকাতা বিমানবন্দর থেকে রফতানির সমস্যা আপাতত মিটল। আপাতত মানে চলতি মাসের মতো। বিমানবন্দরে পণ্য তোলা-নামানোর কাজে যুক্ত ভদ্র ইন্টারন্যাশনাল জানিয়েছে, ৩০ এপ্রিলের মধ্যে সব বিমান সংস্থাকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। যে-সংস্থা চুক্তি করবে না, তাদের পণ্য তোলা-নামানোর কাজ তারা আর করবে না। বুধবার কলকাতা থেকে মাছ ও সব্জি ছাড়া বেশির ভাগ পণ্যই রফতানি হয়নি। ভদ্র কাজ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করে বিমান সংস্থাগুলি এজেন্টদের পণ্য আনতে বারণ করেছিল। বৃহস্পতিবার বিমান সংস্থাগুলি বৈঠক করে। এজেন্টদের এ দিন পণ্য আনতে বলা হয়। ভদ্রও আপাতত কাজ করতে রাজি হয়ে যায়। পণ্য সংক্রান্ত কমিটির চেয়ারম্যান লুই আলফানসো বলেন, “৩০ এপ্রিলের পরে কী হবে জানি না।” অভিযোগ, শুধু মাত্র ইন্ডিগো, এমিরেটস, লুফৎহানসা এবং ক্যাথে-প্যাসিফিকের সঙ্গে চুক্তি থাকায় ভদ্র তাদের কাছ থেকে টাকা পাচ্ছিল। অন্যান্য সংস্থার কাছ থেকে পাচ্ছিল না। অন্যান্য বিমান সংস্থার বক্তব্য, ওই টাকা এজেন্টদেরই দেওয়ার কথা। এজেন্ট সংগঠনের চেয়ারম্যান দীপ গুপ্ত বলেন, “বিষয়টি জটিল। আলোচনা দরকার।” তবে বুধবার কলকাতায় আটকে যাওয়া ৬০ টন পণ্য দু’-এক দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পুরনো খবর:

এইচ এম টি-র জন্য
ঘড়ি ও ট্রাক্টর প্রস্তুতকারক এইচএমটি-র জন্য ১,০৮৩ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্পে বৃহস্পতিবার সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এর আওতায় নগদে ৪৫০ কোটি ঢালা হবে সংস্থায়। আর নগদ ছাড়া অন্য খাতে দেওয়া হবে ৬৩০ কোটি টাকা। সংস্থার আধুনিকীকরণ ও পাঁচ বছরের মধ্যে সেটিকে চাঙ্গা করাই এই প্রকল্পের লক্ষ্য।

মার্চে বাড়ল রফতানি
বিশ্ব বাজারে চাহিদা বাড়ায় মার্চে ভারতের রফতানি বাড়ল ৬.৯%। তবে সার্বিক ভাবে ২০১২-’১৩ অর্থবর্ষে তা কমেছে ১.৭%। মার্চে আমদানি কমেছে ২.৮৭ শতাংশ। ফলে চলতি খাতে বাণিজ্য ঘাটতি গত মার্চের ১,৩৫০ কোটি ডলার থেকে কমে হয়েছে ১,০৩১ কোটি ডলার। তবে অর্থবর্ষে ঘাটতি ১৮,৩৩০ কোটি থেকে বেড়ে হল ১৯,০৯১ কোটি ডলার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.