ভলি বলে দু’টি জয় পেল বর্ধমান ক্লাব। দু’টিতেই রানার্স হয়েছে অরবিন্দ কোচিং সেন্টার। দ্বিতীয় ডিভিশন লিগের সুপার ফোর পর্বে তিনটি ম্যাচে ছয় পয়েন্ট পায় বর্ধমান ক্লাব। অন্য দিকে, অরবিন্দ তিনটি ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়েছে। সুপার ফোরের অন্য দু’টি দল হল অনাদি মালখণ্ডী ও রাইপুর নবীন সঙ্ঘ। দ্বিতীয় ডিভিশন নক আউটের সেমিফাইনালে বর্ধমান ক্লাব ৩-১ সেটে রাইপুর নবীন সঙ্ঘকে ও অরবিন্দ কোচিং সেন্টার ৩-১ সেটে পাল্লা রোডের সমরস্তপুর ইয়ং সোসাইটিকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বর্ধমান ক্লাব ৩-২ সেটে হারায় অরবিন্দ কোচিং কেন্দ্রকে।
|
অস্বাভাবিক মৃত্যু হল গৌরী মালিক (৫৫) নামে এক মহিলার। বাড়ি জামালপুরের মহেশগড়িয়ায়। শনিবার বিকেলে পরিবারের আরও কয়েকজনকে নিয়ে জামালপুরের জিয়ারার একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তিনি। গাড়িটি আচমকা ব্রেক কষে। ভিতরে রাখা একটি গরম জলের পাত্র উল্টে যায়। অন্তত ৫ জন আহত হন। শনিবারই গৌরীদেবীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
চল্লিশ বছরের বিধবাকে খুনের ঘটনায় বুধবার রাতে পূর্বস্থলী ২ ব্লকের নতুনগ্রাম এলাকা থেকে নির্মল বিশ্বাস নামে এক যুবককে ধরল পুলিশ। গত ৫ এপ্রিল সকালে বিশাখা রায় নামে এক মহিলার দেহ পাওয়া যায় গ্রামেরই একটি আমবাগানে। মৃতার মেয়ে নির্মলের বিরুদ্ধে তাঁর মা’কে খুন করার অভিযোগ দায়ের করেন। |