দুই তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার রাতে বর্ধমান থানার বাঘাড়ে ওই ঘটনা ঘটে। আহত দুই তৃণমূল কর্মীর নাম হারু মণ্ডল ও চাঁদু বাগ। দু’জনেই তালিতের বাসিন্দা। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে, হামলার অভিযোগে সিপিএমের কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আহতদের আঘাত তেমন গুরুতর নয়।
এ দিন হাসপাতালের শয্যায় শুয়ে হারুবাবু বলেন, “দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহের প্রতিবাদে আমরা বুধবার বিকেলে একটি মিছিল করি। বাঘাড় দিয়ে যাওয়ার সময়ে সিপিএমের কিছু লোকলাঠি, টাঙ্গি নিয়ে আমাদের আক্রমণ করে। আমরা আহত হই। অজ্ঞান অবস্থায় আমাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” বাঘাড়ের তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ রহমান বলেন, “মিছিলে প্রায় সাড়ে তিনশো লোক ছিলেন। অতর্কিত আক্রমণে হকচকিয়ে যাই। দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। আহত দুই কর্মীকে হাসপাতালে পাঠানো হয়।”
তবে সিপিএমের জেলা কমিটির সদস্য গণেশ চৌধুরীর বক্তব্য, “ওই এলাকায় বেশ কিছু সিপিএমের পতাকা লাগানো ছিল। তৃণমূলের লোকজন সেগুলি খুলে দিতে উদ্যোগী হয়। এলাকার গরিব মানুষ তার প্রতিবাদ করলে ওরা আর পতাকা খুলতে পারেনি। তাই আশপাশের গ্রাম থেকে প্রায় ১০০ লোককে নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা করে তারা। পুলিশ সময়ে এসে তা রুখে দেয়। পরে ওরা দু’জনকে আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। আমাদের কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।” |