আর্জি অধ্যক্ষ পদ খারিজের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা উত্তম বন্দ্যোপাধ্যায়ের অধ্যক্ষ পদ খারিজ করার দাবি তুলল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “জেলা পরিষদে আমাদের পাঁচ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে একা উত্তমবাবুই দল ছেড়েছেন। কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েই তিনি অধ্যক্ষ হয়েছিলেন।” পাঁচ জনের মধ্যে তিনি একা দলত্যাগ করায় বিধি মোতাবেকই তাঁর অধ্যক্ষ পদ খারিজের জন্য জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। উত্তমবাবুর প্রতিক্রিয়া, “জেলা কংগ্রেস সভাপতি আমার অধ্যক্ষ পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিতেই পারেন। কিন্তু ওই চিঠির সঙ্গে পাঁচ জন সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত থাকতে হবে। আমি যতদূর জানি তা নেই।” জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “আমি এরকম কোনও চিঠি এখনও হাতে পাইনি।”
|
শিশু বিক্রির নালিশ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
এক ব্যক্তির কাছে মা তাঁর শিশুপুত্রকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ শুনে মা ও ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। মঙ্গলবার রাতে বাঁকুড়া শহরের লালবাজারের ঘটনা। পুলিশ জানিয়েছে, স্বামী বিচ্ছিন্না ওই মহিলা তাঁর তিন মাসের ছেলের ভরণপোষণের দায়িত্ব এক ঠিকাদারের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু এ ভাবে দত্তক দেওয়া যায় না। তাঁদের থানায় ডেকে বিষয়টি বুঝিয়ে ফেরত পাঠানো হয়। শিশুটির মায়ের দাবি, “ছেলেকে বিক্রি করতে চাইনি। ওই পরিবারে থাকলে ছেলেটা উপযুক্ত শিক্ষা পেত।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল স্ত্রীর, জখম হলেন স্বামী। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া শহরে সার্কিট হাউসের কাছে, পুরুলিয়া-বোকারো জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সনকা মুদি (৩৫)। নিতুড়িয়া থানার রাধামাধবপুর গ্রামে তাঁর বাড়ি। তিনি স্বামী মারকন মুদির সঙ্গে সাইকেলে চেপে আড়শা থানার বীরচালি গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। একটি ট্রেলার এসে তাঁদের পিছনে ধাক্কা মারে। মারকনকে হাসপাতালে ভর্তি করানো হয়। |