টুকরো খবর |
ঝড়-বৃষ্টিতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-বৃষ্টিতে ঘাটাল মহকুমার দু’জনের মৃত্যু হল মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় দাসপুর থানার রসিকগঞ্জের অর্পিতা দাসের (১৫)। অর্পিতা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অন্য দিকে চন্দ্রকোনা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের গোপালনগরের সরস্বতী লাহা (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ জানিয়েছে, ঝড়ে ওই এলাকায় খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মঙ্গলবার রাতে মাটিতে পড়ে যায়। কাজের জন্য বাইরে বের হলে সেই তার পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সরস্বতীদেবী।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পথ দুর্ঘটনায় বুধবার বিকেলে ঝাড়গ্রামের সেবায়তন এলাকায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। মৃতের নাম কঙ্কনকুমার দাস (৩৯)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরে। কঙ্কনবাবু জামবনি ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। এ দিন স্ত্রী ও ছেলেকে নিয়ে ব্যক্তিগত কাজে মেদিনীপুর গিয়েছিলেন কঙ্কনবাবু। বিকেলে মেদিনীপুর থেকে মোটর সাইকেলে স্ত্রী ও বছর পনেরোর ছেলেকে নিয়ে ঝাড়গ্রামে ফিরছিলেন কঙ্কনবাবু। সেবায়তন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাঁচিলে ধাক্কা মারেন তিনি। ছিটকে পড়ে গিয়ে মাথায় চোট পান কঙ্কনবাবু। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। কঙ্কনবাবুর স্ত্রী ও ছেলেকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
|
বধূর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ঝুলন্ত অবস্থায় এক বধূর দেহ উদ্ধার হল শ্বশুরবাড়িতে। বুধবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার থানার টাউনশিপ সংলগ্ন রাজারচকে। মৃতা আরতি দাসের (২৭) বাপের বাড়ি হাওড়ার উলুবেড়িয়ায়। বছর এগারো আগে রাজারচকের বাসিন্দা পেশায় শ্রমিক দুধকুমার দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের ৯ বছরের পুত্র সন্তান রয়েছে। বছর খানেক আগে দুধকুমার অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই ছিল। এ দিন সকালেও আরতিকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় আরতির দেহ উদ্ধার হয়। মৃতার ভাই অরুণ রুইদাস বলেন, “জামাইবাবু আর এক জনকে বিয়ে করেছিলেন। সেই নিয়ে অশান্তি ছিল। দিদির উপর অত্যাচার চলত। ওরাই দিদিকে মেরে ফেলেছে।” তবে, বাপের বাড়ির তরফে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।
|
ট্রাক পোড়ানোয় ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দুর্ঘটনায় বধূ মৃত্যুর জেরে পাঁশকুড়া স্টেশনের কাছে রেক পয়েন্টে ৯টি ট্রাকে আগুন ধরানো ও ১০টি ট্রাকে ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার তাঁদের তমলুক আদালতে হাজির করানো হলে জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাপী শেঠ, ভুলু সামন্ত ও শৈবাল আদক। সকলেরই বাড়ি পাঁশকুড়া স্টেশনবাজার এলাকায়। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একাধিক দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। দাবিগুলি হল, তৃতীয় শ্রেণির পাঠ্য পুস্তকে জাতীয় সঙ্গীত, কবিতা-সহ মাতঙ্গিনী ও বিদ্যাসাগরের জীবনী পুনরায় অর্ন্তভুক্ত করা, প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জাম দেওয়া, কর্মরত শিক্ষকদের জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি। বুধবার বিকেলে সংগঠনের প্রায় একশো শিক্ষক তমলুক শহরের নিমতলা থেকে প্রাথমিক বিদ্যালয় সংসদ পর্যন্ত মিছিল করেন।
|
গ্রাহকদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
টেলিফোন ও ব্রডব্যান্ড পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে পাঁশকুড়ায় টেলিফোন অফিসে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বুধবার দুপুরে স্টেশনবাজার সংলগ্ন ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর অফিসের সামনে প্রায় ৬০ জন গ্রাহক বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই টেলিফোন ও ব্রডব্যান্ড পরিষেবা অচল হয়ে পড়ছে। পাঁশকুড়ায় দফতরের আধিকারিক অনুতোষ মাইতি বলেন, “সমস্যার বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
|
স্কুলে ল্যাবরেটরি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত স্ত্রী আরতি খাঁড়ার স্মৃতিতে বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠে বিজ্ঞান পরীক্ষাগার তৈরির জন্য চার লক্ষ টাকা দান করেছিলেন বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অনিল চন্দ্র খাঁড়া। বুধবার সন্ধ্যায় স্কুলের নতুন বিজ্ঞান পরীক্ষাগারের উদ্বোধন করেন বেলুড় মঠের স্বামী শ্রীবাসানন্দ। প্রধান শিক্ষক চন্দন মাইতি জানান, এ দিন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণও হয়। অনুষ্ঠানে ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুরাধা নন্দ গোস্বামী, প্রধান স্বপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
|
পুজোয় গোলমাল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বাসন্তী পুজোর ঘট তোলা নিয়ে দুই গ্রামের পুজো কমিটির সদস্যদের মারামারিতে উত্তেজনা ছড়াল এগরা থানা এলাকার কেঁউটগেড়িয়া ও উড়িজলকর গ্রামে। বুধবার দুপুরের ওই ঘটনায় উভয়পক্ষের প্রায় দশ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা এগরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
জল চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জলের দাবিতে পুরসভায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার দুপুরে ঘাটাল পুরসভায় এসে শহরের আড়গোড়া, গম্ভীরনগর-সহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক বাসিন্দা ঘণ্টা দু’য়েক বিক্ষোভ দেখান। পুর-কর্তৃপক্ষ বিকাল থেকেই জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাতে চার নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় জলের পাইপ ফেটে যায়। ফলে জল সরবরাহ ব্যহত হয়। |
|