|
|
|
|
রাস্তার কাজের মান বাড়াতে জোর সচিবের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুই মেদিনীপুরের রাস্তাগুলোর হাল খতিয়ে দেখতে বৈঠক করলেন পূর্ত দফতরের সচিব ইন্দিবর পাণ্ডে। বুধবার মেদিনীপুরে পূর্ত দফতরের গেস্ট হাউসে এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি। ছিলেন দফতরের পদস্থ আধিকারিকেরাও। জানা গিয়েছে, সময়ের মধ্যে কাজ শেষ ছাড়াও কাজের মান বজায় রাখতে নির্দেশ দেন সচিব। নিয়মিত পরিদর্শনে জোর দেন। দুই মেদিনীপুরের বেশ কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। কয়েকটি রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। কাজও হচ্ছে। তবে, কাজের গতি অত্যন্ত শ্লথ বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা-মাড়তলা, বেলদা-কেশিয়াড়ি, নাড়াজোল-দাসপুর, গোলগ্রাম-মলিহাটি, কেশিয়াড়ি-কুলবনি প্রভৃতি রাস্তা সংস্কারের কাজ চলছে। ডেবরা-সবং রাস্তাটিও বেহাল। গত বছর এই রাস্তা সংস্কার ছাড়াও তিনটি সেতু তৈরির জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ হয়। কেন্দ্রীয় সড়ক তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়। |
|
বৈঠকে পূর্ত দফতরের আধিকারিকরা। —নিজস্ব চিত্র। |
অর্থ বরাদ্দ হওয়ার পর গত বছরের অক্টোবরে একটি সংস্থাকে কাজের দায়িত্ব দেয় রাজ্য সরকার। তবে শুরু থেকেই কাজের গতি ছিল না বলে অভিযোগ। শেষমেশ পরিস্থিতি দেখে ওই সংস্থাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এ দিন বৈঠকে এই রাস্তার প্রসঙ্গ ওঠে। পূর্ত দফতর সূত্রে খবর, রাস্তার কিছু জায়গা সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। দরপত্র ডেকে নতুন সংস্থাকে কেন্দ্রীয় অর্থ তহবিলের বরাদ্দ টাকায় সংস্কারের দায়িত্ব দেওয়া নিয়েও তোড়জোড় শুরু হয়েছে।
বুধবার সকালে প্রথমে পশ্চিম মেদিনীপুরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পূর্ত সচিব। পরে পূর্ব মেদিনীপুরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আধিকারিকেরা কিছু সমস্যার কথা জানান। তা সমাধানের আশ্বাসও দেন সচিব। সেই সঙ্গে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন। |
|
|
|
|
|