বার্সা ট্রেনিংয়ে পুরোদমে মেসি |
‘বায়ার্নের জন্য আমি তৈরি’ |
মেসি-ভক্তদের জন্য সুখবর। বার্সেলোনা ফ্যানদের সুখের দিন। লিও মেসি জানিয়ে দিলেন, তিনি আগামী মঙ্গলবার আলিয়াঞ্জ এরিনায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ম্যাচে শুরু থেকে খেলার জন্য তৈরি।
বার্সার আর্জেন্তিনীয় মহাতারকার হ্যামস্ট্রিং চোটের টাটকা খবর পেতে গোটা বিশ্ব ফুটবল মহল গত কয়েক দিন ধরে অধীর আগ্রহী। কিন্তু এ দিন এল এম টেন বায়ার্ন-বার্সেলোনা ম্যাচ খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন দলের মেডিক্যাল বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট থেকে লিও মেসি পুরো ফিট। |
পঁচিশ বছর বয়সি বিশ্বসেরা ফুটবলার নিজেও মঙ্গলবার বার্সার ট্রেনিংয়ে মিডিয়াকে জানিয়েছেন, তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট এখন অতীত। পরের মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ানের্র বিরুদ্ধে খেলতে তিনি প্রস্তুত।
মেসিকে এখন আগামী শনিবার লেভান্তের বিরুদ্ধে লা লিগা ম্যাচেই খেলানোর কথা ভাবছেন বার্সার হেড কোচ ভিলানোভা এবং তাঁর সহকারী রৌরা। তিন দিন পরেই বায়ার্নের সঙ্গে মহালড়াইয়ের আগে মেসির ম্যাচ ফিটনেস দেখার জন্য লেভান্তে ম্যাচে তাঁকে অন্তত কিছুক্ষণের জন্যও খেলানোর প্রবল সম্ভাবনা বার্সা টিম ম্যানেজমেন্টের।
এ দিকে, ইতিমধ্যেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ গত রাতে জার্মান কাপের ফাইনালেও পৌঁছেছে। উলফসবার্গকে সেমিফাইনালে ৬-১ গোলে উড়িয়ে এটাও বুঝিয়েছে, তারা ভাল ফর্মেই আছে। মারিও গোমেজ ৭৭ মিনিটে পরিবর্ত নেমে ছ’মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন। হেইনকেসের দলের সুইস উইঙ্গার জেরদান শাকিরি একটি গোল করেন এবং তিনটে গোলের রাস্তা গড়ে দেন। তা সত্ত্বেও বায়ার্ন শিবির জুড়ে শুধুই বার্সেলোনা।
শাকিরি এমনকী এ-ও বলছেন, “জার্মান কাপ ফাইনালে উঠতে আমরা বদ্ধপরিকর ছিলাম ঠিকই। কিন্তু উলফসবার্গ ম্যাচে মনঃসংযোগ করা আমাদের পক্ষে কঠিন হচ্ছিল। কারণ আমাদের সবাই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সা ম্যাচ নিয়েই শুধু আলোচনা করছে। এই অবস্থায় অন্য প্রতিপক্ষকে নিয়ে ভাবাটা মুশকিল।” বায়ার্ন কোচ হেইনকেস আবার বলেছেন, “বার্সা সম্পর্কে পরামর্শ নিতে হলে আমি পেপ গুয়ার্দিওলার চেয়ে জোহান ক্রুয়েফকে অনেক বেশি পছন্দ করব। পেপের সময়ে বার্সা প্রচুর ট্রফি জিতেছে ঠিকই। কিন্তু ক্রুয়েফ বার্সাকে প্লেয়ার এবং কোচ হিসাবে ট্রফিই দেয়নি। বার্সার খেলার স্টাইলটাই ক্রুয়েফের আবিষ্কার!” |
বার্সাকে তাতাতে আবার এ দিন স্প্যানিশ কাগজে ক্লাবের মেয়ে ফুটবল দলের মিডফিল্ডার ভিকি লোসাদা-র গত রাতে মহিলা লিগে করা একটি অনবদ্য গোলের বিরাট করে রিপোর্ট বেরিয়েছে। লেখা হয়েছে, “বার্সার ছেলেরা যেমন মাঠে সব কিছু করতে পারে, বার্সার মেয়েরা সেই সব আরও ভাল ভাবে তাদের ম্যাচে করতে পারে!...মেসি-ইনিয়েস্তা নিশ্চয়ই লোসাদার গোলটা দেখেছেন। এখন ওদের জবাব দেওয়ার পালা!” |