উপকূল পথে কলকাতা থেকে পুরী ‘ওয়াইল্ড’ র‌্যালি এমসার
প্রখর গ্রীষ্মে কলকাতা থেকে পাড়ি জমানো পুরী!
গরমের ছুটিতে এই রাস্তায় পা বাড়াননি এমন বাঙালি কমই আছেন। হুগলি-পার থেকে সাগরের এই প্রিয় সফরকেই এ বার র‌্যালির থিম করেছে পূর্বভারতীয় মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন (এমসা)। তবে চেনা সফরেও আমদানি করা হচ্ছে অচেনার আকর্ষণ। তাই কলকাতা-পুরী অভ্যস্ত রাস্তার বাইরে বেরিয়ে সমুদ্রের নোনা হাওয়ায় উপকূল-গ্রামের বালিয়াড়ি ঘেরা পথ ধরে, কখনও জঙ্গলের মধ্য দিয়ে সাজানো হয়েছে র‌্যালির অনেকটা রুট। চার চাকার অভিযানের নাম ‘ইস্ট কোস্ট ওয়াইল্ড রান, ২০১৩’।
এমসার উদ্যোগে শামিল কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবও। টাইটল স্পনসর হিসেবে সঙ্গে রয়েছে টাটা গোষ্ঠী। কার্নিভ্যালের মেজাজে র‌্যালি চলবে পুরো সাত দিন। ২৪-৩০ এপ্রিল। এমসার তরফে এ দিন দেবর্ষিসাধন বসু বলছিলেন, “চব্বিশ তারিখে চালকদের ব্রিফিং আর আলাপ-পরিচয়টা সেরে ফেলা হবে। পঁচিশে নজরুল মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন। মূল র‌্যালি চলবে ছাব্বিশ আর সাতাশে। তিরিশ তারিখ সন্ধ্যায় কলকাতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।” কলকাতা থেকে শুরু করে চালকেরা প্রথম থামবেন হলদিয়ায়। সেখান থেকে নিউ দিঘা হয়ে ওড়িশার ধামরায় প্রথম দিনের যাত্রা শেষ। পরের দিন ধামরা-পারাদ্বীপ-কোনারক হয়ে পুরীতে গিয়ে সম্পূর্ণ হবে ‘ওয়াইল্ড রান’।
ইতিমধ্যেই কুড়িটি এন্ট্রি চূড়ান্ত হয়েছে। দেবর্ষিসাধন বলছিলেন, “এ বার আমরা পঁচিশটা গাড়ি নামাচ্ছি।” তবে কলিঙ্গ মোটস স্পোর্টস ক্লাবের আগ্রহে র্যালির মধ্যেই আর একটি মিনি র‌্যালি রাখা হয়েছে। দেবর্ষি বলছিলেন, “নানা কারণে ওড়িশার অনেকে কলকাতা পর্যন্ত আসতে পারছেন না। তাই সাতাশ তারিখ শুধু মাত্র তাঁদের জন্য ধামরা থেকে পুরী মিনি র্যালি করছি আমরা।” সব মিলিয়ে উপকূল-দৌড়ের জন্য তৈরি হচ্ছে এমসা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.