মন পসন্দ পারফরম্যান্স না হওয়ায় গত মরসুমের চেয়ে দর কমছে ইস্টবেঙ্গল মিডফিল্ডার পেন ওর্জির। বুধবার নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনার পর পেনকে গত মরসুমের চেয়ে কম পেমেন্টে খেলার প্রস্তাব দিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা।দলবদলের বাজারে ইতিমধ্যেই ডেম্পোর সঙ্গে এক প্রস্ত কথা হয়েছে এই নাইজিরীয় ফুটবলারের। এ দিন তাঁকে ফোন করেন লাল-হলুদ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। মালয়েশিয়ায় এএফসি কাপের ম্যাচে খেলতে গিয়ে সেখানেই বিস্তারিত কথা হবে বলে জানানো হয় পেনকে। যদিও এ ব্যাপারে পেনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পেন যদি লাল-হলুদের প্রস্তাবে রাজি না হয় সে ক্ষেত্রে তাঁর পরিবর্ত হিসাবে পুণে এফসি-তে জেমস মোগার সতীর্থ লাইবেরীয় ফুটবলার বইমা কারপে-র সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। মালয়েশিয়ায় সেলাঙ্গরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ২৩ এপ্রিল। সেখানে ভাসুম, সঞ্জু প্রধান এবং নওবা সিংহের সঙ্গে কথা বলবেন কর্তারা। সঞ্জুর সঙ্গে যদিও ইতিমধ্যেই মোহনবাগানের পাকা কথা হয়ে গিয়েছে। তবুও তাঁকে শেষ প্রস্তাব দিতে চাইছেন কর্তারা।
|
সিএবি দু’দিনের লিগে রাজস্থানকে ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালে গেল ভবানীপুর। ব্যাটে অপরাজিত ১২৫ এবং বল হাতে তিন উইকেট নিয়ে জয়ের নায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়। অন্য দিকে, অনূর্ধ্ব-১৫ এনসি কোলে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জিতেছে পি সেন সিসিসি, সুভাষ ইনস্টিটিউট (বারাসত), সোনারপুর এসইউএস এবং মেসারার্স সিসিসি।
|
লাহৌরে সাংবাদিক সম্মেলনে সলমন বাট। বুধবার। ছবি: এএফপি |
দুই পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আসিফ এবং সলমন বাটের আবেদন খারিজ হয়ে গেল লুসানে খেলাধুলোর সর্বোচ্চ আদালতে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দু’জনকেই নির্বাসিত করা হয়েছিল। ২০১১-র গোড়ায় দোহাতে দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বাটকে ১০ বছর এবং পেসার আসিফকে ৭ বছরের জন্য নির্বাসনের শাস্তি দিয়েছিল। শাস্তি মকুবের আবেদন খারিজ করে ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’-এর প্যানেল জানিয়ে দেয় দুই ক্রিকেটারকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা যথাযথ নয় এমন প্রমাণ দিতে পারেননি অভিযুক্তরা। এই রায়ের পর বাটদের নির্বাসন এড়ানোর উপায় রইল না। |