|
|
|
|
গুরুতর আহত মৃতের দিদিও |
নেতার ছেলের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর |
সংবাদসংস্থা • ঔরাঙ্গাবাদ |
কাকার হাত ধরে মন্দিরে যাবে বলে বেরিয়েছিল নব্য আর সোয়ালি। কিন্তু আর বাড়ি ফেরা হল না নব্যর। মহারাষ্ট্রের শাসক জোটের শরিক দলের বর্ষীয়ান নেতা আব্দুল কাদের মৌলানার নাবালক ছেলের বেপরোয়া এসইউভি গাড়ির ধাক্কায় প্রাণ হারাল দু’বছরের নব্য প্রকাশ সোনাওয়ানে।
গুরুতর আহত হয়ে পাঁচ বছরের দিদি সোয়ালি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের কাকা শিরিষ সোনাওয়ানেও জখম হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ঔরাঙ্গাবাদের হুডকো টিভি সেন্টার চক অঞ্চলে। পুলিশ ওই নেতার ছেলেকে আটক করলেও গ্রেফতার করেনি। এই ঘটনার নিন্দা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। এই ঘটনায় সরাসরি আব্দুল কাদের মৌলানার নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে রাজ্য সরকার। এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ বলেছেন, প্রকৃত দোষীর শাস্তি হবে। তবে ছেলের জন্য বাবার নামে কুৎসা রটানো অনুচিত। পিঠ বাঁচাতে আসরে নেমেছে দলও।
ঔরাঙ্গাবাদের এসিপি অজিত বহুড়ে সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ আর পাঁচটা দিনের মতোই কাকার হাত ধরে মন্দিরে যাচ্ছিল দু’বোন। হঠাৎ তাঁদের দিকে ধেয়ে আসে একটি সাদা রঙের এসইউভি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটির ধাক্কায় ছিটকে পড়ে দু’বছরের নব্য। সম্প্রতি ওই এলাকায় লাগানো সিসিটিভিতে দেখা গিয়েছে সাদা গাড়িটি শুধু নব্যকে ধাক্কা মেরেই ক্ষান্ত হয়নি। তার পর আরও দু’টি মোটরবাইককেও ধাক্কা মেরে আরোহীদের ফেলে দেয়। এই ঘটনার পর পরই উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সিসিটিভি-তে স্পষ্ট দেখা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন মহারাষ্ট্রের বর্ষীয়ান এনসিপি নেতা আব্দুল কাদের মৌলানার ১৭ বছরের ছেলে। এবং তার পাশে বসেছিলেন গাড়ির চালক। পুলিশ অবশ্য গাড়ির চালক মহম্মদ অমর ছাউসকে গ্রেফতার করেছে। |
|
|
|
|
|