|
|
|
|
১০০ দিনের প্রকল্পে দুর্নীতি, অভিযোগ করল কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্যে একশো দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগের তির স্বাভাবিক ভাবেই শাসক বামফ্রন্টের বড় শরিক সিপিএমের বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিন্হা সাংবাদিকদের জানান, ‘‘এমজিএনআরজিএ প্রকল্পের টাকা নিয়ে শাসক দল বহু দিন ধরেই নয় ছয় করছে। কেন্দ্রীয় সরকারের কাছে প্রদেশ কংগ্রেসের তরফে এই প্রকল্পের আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগও জানানো হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেই অভিযোগের সত্যতাও সম্প্রতি স্বীকার করে নিয়েছে বলে অশোকবাবুর দাবি।
তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব ডি কে জৈনের এক চিঠির উল্লেখ করে বলেন, প্রকল্পের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম চোখে পড়ায় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মন্ত্রক পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা ও মোহনপুর ব্লকের দু’টি গ্রাম পঞ্চায়েত ও সিপাহিজলা জেলার বিশালগড় ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের কাজকর্ম অনুসন্ধান করার জন্য মন্ত্রকের এক প্রতিনিধিকে পাঠিয়েছিল। অনুসন্ধানের ভিত্তিতে প্রাথমিক ভাবে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। অশোকবাবুর দাবি, কোনও কোনও ক্ষেত্রে এ সব পঞ্চায়েতে কোনও কাজ ছাড়াই প্রকল্পের অর্থ বন্টন করা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে যে কাজ করানো হয়েছে, তার মজুরি বাবদ বেশি অর্থ দেওয়া হয়েছে। এ ছাড়াও ভিত্তিহীন মাস্টার রোল তৈরি করে অর্থ প্রদান, নিম্ন মানের কাজ, ভুল হিসাব তৈরি ইত্যাদির কথাও মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে অশোকবাবু জানান। রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্কও করে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। |
|
|
|
|
|