|
|
|
|
জওয়ানের অপমৃত্যু ঘিরে রহস্য |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কর্তব্যরত অবস্থায় এক সেনা জওয়ানের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিহত জওয়ানের নাম রাজু যাদব। সেনাবাহিনী দাবি করেছে, শোণিতপুর জেলার চারদুয়ারে, বড়ো জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ওই জওয়ান মারা যান। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, যাদবকে কাছ থেকে গুলি করা হয়েছে।
ঘটনার শুরু আজ সকালে। সেনাবাহিনী সূত্রে জানানো হয়, শোণিতপুর জেলার চারদুয়ার থেকে অরুণাচল প্রদেশের ভালুকপং যাওয়ার রাস্তায় বিহার রেজিমেন্টের জওয়ানরা টহল দিচ্ছিল। তাদের উপরে এনডিএফবি-র সংবিজিৎ গোষ্ঠীর জঙ্গিরা হানা দেয়। সংঘর্ষে রাজু যাদবের মৃত্যু হয়।
কিন্তু দিনভর তদন্তের পরে পুলিশের বক্তব্য, জঙ্গিদের গুলিতে নয়, সহকর্মীদের গুলি বা নিজের রাইফেলের গুলিতেই রাজু যাদব মারা যান। এসপি অরবিন্দ কলিতা জানান, গ্রামবাসীরা মাত্র তিন রাউন্ড গুলির শব্দ শুনেছে। জঙ্গি বনাম জওয়ানদের কোনও গুলির লড়াই হয়নি। সেনাবাহিনীর ৭ নম্বর বিহার রেজিমেন্ট ভালুকপং-এ কর্মরত। তাদের এই এলাকায় নিয়মমাফিক টহল দেওয়ার কথা নয়। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানকার নিরাপত্তার দায়িত্ব আসাম রাইফেল্স-এর হাতে রয়েছে। তারাও জঙ্গি হানার খবর অস্বীকার করেছে। কলিতা বলেন, “জওয়ানের মাথার নীচে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালানো হয়েছে। তার মাথা ছিটকে গিয়েছে গুলির ধাক্কায়। সাধারণত দূর থেকে ছুটে আসা গুলির ক্ষত এমন হয় না।” পুলিশের সন্দেহ, জওয়ানদের ভিতরে কোনও বিবাদের জেরে বা দুর্ঘটনাবশত তাঁর মাথার কাছ থেকে গুলি চলেছে। অথবা তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন। ঘটনাটি নিয়ে সেনাবাহিনী ও পুলিশ তদন্ত চালাচ্ছে। |
|
|
|
|
|