কাঁচামালের অভাবকে কারণ হিসেবে দেখিয়ে বুধবার ভদ্রেশ্বরে এক চটকলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝোলালেন কর্তৃপক্ষ। কারখানার প্রায় ৪০০ শ্রমিক এ দিন এ জন্য বিক্ষোভ দেখান। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব দাসের দাবি, “কাঁচামালের অভাবে কারখানা বন্ধ করতে হল। চলতি মাসের গোড়ায় আমাদের আদি সপ্তগ্রামের ঢালাই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে কাঁচামাল আসছিল না। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।” চন্দননগরের মহকুমাশাসক জানান, প্রশাসনকে কিছু না-জানিয়ে কারখানাটি বন্ধ করা হয়েছে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গত ১ এপ্রিল শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে আদি সপ্তগ্রামের ঢালাই কারখানাটিতেও ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝোলান কর্তৃপক্ষ। ২০১১ সালের ডিসেম্বরে একই কারণে ভদ্রেশ্বরের কারখানাটি বন্ধ করা হয়েছিল। ২০১২-র মার্চে তা খোলে।
ভদ্রেশ্বর কারখানার একাধিক কর্মীর অভিযোগ, “মালিকপক্ষ কারখানা চালাতে চাইছেন না। তা হলে আদি সপ্তগ্রামের কারখানাটি চালানোর চেষ্টা করতেন। কিন্তু তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।” সিটু সমর্থিত কারখানার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক পুরুষোত্তম প্রামাণিক বলেন, “শ্রমিক অসন্তোষ ছিল না। তা সত্ত্বেও কারখানা বন্ধ হল। অবিলম্বে কারখানা খুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। জেলার সহকারী শ্রম কমিশনারকেও ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।” তবে জেলার সহকারী শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্তের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। |