টুকরো খবর
নীতি ভাল হলে লগ্নি বাড়াবে ভোডাফোন
ভারতে দীর্ঘমেয়াদে ব্যবসা করতে আগ্রহী ভোডাফোন। কিন্তু তার অনেকটাই নির্ভর করছে সরকারি নীতি বা লগ্নি সহায়ক পরিবেশের উপর। ‘এম-পেসা’-র উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এই ইঙ্গিত দিয়ে গেলেন মার্টিন পিটার্স। কর, স্পেকট্রাম, থ্রিজি রোমিং চুক্তির মতো নানা ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাত বেঁধেছে ভোডাফোনের। কয়েকটি বিষয় আদালতেও গড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে মার্টিন জানান, ২০১৩-’১৪ সালে সংস্থা এখানে ১০০ কোটি ডলার লগ্নি করবে। তবে সেই লগ্নিতে লাভ করতে না হলে ভবিষ্যতে লগ্নি পরিকল্পনা ব্যাহত হতে পারে। ঠিক সে ভাবেই দেশের বাজারে শেয়ার ছাড়ার ক্ষেত্রেও বিতর্কিত বিষয়ের সমাধান জরুরি বলে মত পিটার্সের। অর্থমন্ত্রী পি চিদম্বরম অবশ্য এ দিনই বস্টনে, বিদেশি লগ্নিকারীদের স্বস্তির মাত্রা বাড়ানোর উপর জোর দিয়েছেন।

দিঘায় মুক্ত-মঞ্চ তৈরির উদ্যোগ পর্ষদের
সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় মানুষদের সাংস্কৃতিক বিনোদনের জন্য মুক্ত-মঞ্চ তৈরি করতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। মুক্ত-মঞ্চ তৈরির সঙ্গে উদয়পুরে পর্যটকদের আবাসনে ভিন্ন স্বাদ আনতে ‘উডেন কটেজ’ তৈরিরও সিদ্ধান্ত নিল পর্ষদ। মঙ্গলবার বিকেলে দিঘায় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীর সভাপতিত্বে পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ ছাড়াও মন্দারমণি ও তাজপুরের সৈকতে আলোর ব্যবস্থা করা, মন্দারমণি যাওয়ার রাস্তায় পথবাতি বসানোর সিদ্ধান্ত হয়। নিউ দিঘার হলিডে হোম সেক্টরে এই মুক্ত মঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ছিলেন জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, মহকুমাশাসক সুমিত গুপ্ত, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ।

অর্থ তালুকে বিদেশি লগ্নি টানতে উদ্যোগ
নিউটাউনের অর্থ তালুকে (ফিনান্সিয়াল হাব) বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ টানতে সুউচ্চ বহুতল তৈরি করবে হিডকো। রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার এ কথা জানান। তিনি বলেন, “জমি কিনে পরিকাঠামো তৈরি করতে ইচ্ছুক নয় কোনও বিদেশি সংস্থা। তারা তৈরি জায়গা চায়। তাই এমন একটি বহুতল গড়া হবে, যেখানে সব রকম সুবিধা থাকবে।” পুরমন্ত্রী জানান, নিউটাউনে ১২৯ মিটার উচ্চতার বাড়ি হবে। ওই বহুতলই হবে অর্থ তালুকের ‘ল্যান্ডমার্ক’। এ জন্য দমদম বিমানবন্দর থেকে বিমান চলাচলের কোনও অসুবিধা হবে না। হিডকো সূত্রের খবর, অর্থ তালুকে লগ্নি চেয়ে রাজ্য সরকার দিল্লি ও মুম্বইয়ে ‘রোড-শো’ করেছে। অন্য রাজ্যেও তা করা হবে বলে জানান মন্ত্রী। ইতিমধ্যে নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি)-এর ভিতরে ও বাইরে মোট ১২টি আর্থিক প্রতিষ্ঠান জমি নিয়েছে। এর জেরে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে মনে করছে রাজ্য সরকার।

ভারতে তৈরি হবে বিএমডব্লিউ-র মিনি
ভারতের মাটিতে যন্ত্রাংশ জুড়ে তৈরি হবে বিশ্ব জুড়ে জনপ্রিয় বিএমডব্লিউ-র ‘মিনি’ ব্র্যান্ডের গাড়ি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এ দেশে গাড়ি বিক্রি কমেছে। কিন্তু ভারতের সম্ভাবনাময় বাজার সম্পর্কে জার্মান গাড়ি সংস্থার আস্থা অটুট। তাই বিএমডব্লিউর ঘোষণা, এ বছরের শেষেই চেন্নাইয়ে সংস্থার কারখানায় শুরু হবে যন্ত্রাংশ জুড়ে ‘মিনি কান্ট্রিম্যান’ মডেল তৈরির কাজ। ফলে এই প্রথম ইউরোপের বাইরে তৈরি হবে এই গাড়ি।

বাড়তি স্পেকট্রাম ফেরাবে টাটা টেলি
দিল্লি ও মুম্বই বাদে প্রতি সার্কেলে সংস্থার হাতে থাকা ২.৫ মেগাহার্ৎজের বেশি স্পেকট্রাম কেন্দ্রকে ফেরাবে টাটা টেলি। সিডিএমএ ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ওই অতিরিক্ত স্পেকট্রামের জন্য গত ১ জানুয়ারি এককালীন ফি নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে টাটা টেলি। দিল্লি ও মুম্বইয়ের ক্ষেত্রে অবশ্য এককালীন ফি দেওয়ার কথা জানিয়েছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.