|
|
|
|
|
|
টুকরো খবর |
নতুন শিক্ষা ঋণ প্রকল্প |
বাজারে নতুন শিক্ষা ঋণ প্রকল্প আনার কথা ঘোষণা করল ডিএইচএফএল। আভান্স এডুকেশন লোন নামের প্রকল্পটিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, ব্যবসা বা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনাই নয়, বরং অ্যাকোয়া-কালচার, ফোটো জার্নালিজম, গান ইত্যাদি বিভাগে পড়াশোনা করার জন্যও ঋণ পাওয়া যাবে বলে সংস্থার দাবি। পড়াশোনার খরচ ছাড়াও, এতে পড়ুয়ার থাকা এবং অন্যান্য খরচও ঋণ হিসেবে পাওয়া যাবে বলে জানিয়েছে তারা। সর্বনিম্ন ৫০ হাজার টাকা ঋণ নিতে হবে। সর্বোচ্চ ১০ বছর ধরে এই ঋণ শোধ করার সুযোগ পাওয়া যাবে বলেও দাবি ডিএইচএফএলের।
|
কৃষকদের ক্লাব |
কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার-সহ নানা বিষয়ে শিক্ষা দিতে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের জন্য বিশেষ ক্লাব খুলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এ জন্য তারা পাশে পেয়েছে নাবার্ড-কে। ১২টি রাজ্যে এখনও পর্যন্ত ১০৬টি এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা করেছে তারা। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্য। এখানে সচেতনতা গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার, অর্থ জোগাড়ের পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে নাবার্ড। যোগাযোগ রাখা হয় রাজ্যের বিভিন্ন দফতরের সঙ্গেও। এখানে প্রশিক্ষিতরা গ্রামে ফিরে নিজেদের জ্ঞান যাতে সেখানকার উন্নতির কাজে লাগাতে পারেন, সে জন্যই এই প্রচেষ্টা বলে দাবি নাবার্ডের।
|
স্বাস্থ্য বিমার অর্থ পেতে |
চিকিত্সার পর স্বাস্থ্য বিমার টাকা ফেরত পেতে সময় লেগে যায় অনেকটাই। সেই কারণে গ্রাহকদের সুবিধা দিতে, দাবি জানানোর চার ঘণ্টার মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করেছে টাটা এআইজি জেনারেল ইনশিওরেন্স। সংস্থার দাবি, তাদের ক্ষেত্রে এমনিতে ছ’ঘন্টা সময় লাগলেও, এই ব্যবস্থা ঢেলে সাজবে তারা। যে কারণে এখন আরও দ্রুত টাকা তুলে দেওয়া যাবে গ্রাহকের হাতে। বর্তমান গ্রাহক এবং নতুন বিমাকারী উভয়েই এই সুবিধা পাবেন বলেও দাবি করেছে সংস্থা।
|
মোবাইলে লেনদেন |
স্মার্ট ফোনের মাধ্যমে শেয়ার বাজারে লেনদেন করার জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আনল এডেলওয়েজ ব্রোকিং। এডেলওয়েজ মোবাইল ট্রেসার নামের এই অ্যাপ-এর সাহায্যে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ার, ডেরিভেটিভ এবং মুদ্রা লেনদেনের বাজারে খবর জানতে পারবেন লেনদেনকারী। নজর রাখতে পারবেন নিজের পছন্দের শেয়ারগুলির দিকে। আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনে বিনামূল্যে এটি ডাউনলোড করা যাবে। সংস্থার দাবি, রেজিস্ট্রেশন ছাড়াও এটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারী। |
|
|
|
|
|