আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন জামিনে মুক্ত রাজনৈতিক বন্দিরা। কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে ওই বন্দিদের ৩২ জন মুখ্যমন্ত্রীর কাছে মঙ্গলবার লিখিত আর্জি জানান। তাদের সঙ্গে ছিলেন সারা ভারত হিতসাধনী মঞ্চের সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক প্রভাস বর্মন। মঞ্চের কর্তারা জানান, ২০০৫ সালে পৃথক রাজ্যের দাবি ঘিরে গ্রেটার কোচবিহার পিপল্স অ্যাসোসিয়েশন আন্দোলন ঘিরে গোলমালে জড়িত থাকার অভিযোগে ওই ৩২ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে। পরে তারা রাজনৈতিক বন্দির মর্যাদা পান। মঞ্চের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “জামিনে ছাড়া পাওয়ার পরে আর্থিক দুরাবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় সকলে। অবসাদগ্রস্ত হয়ে গত এক বছরে জামিনে মুক্তিপ্রাপ্তদের ৩ জন আত্মহত্যা করেন। নতুন সরকার আসার পর সবাইকে জামিনের ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রী ওই ৩২ জন রাজনৈতিক বন্দিকে আর্থিক সাহায্য করবেন বলে আমরা আশাবাদী।”
|
বামেদের ভাঙচুর হওয়া অফিসগুলি ঘুরে দেখতে কোচবিহারে আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএম সূত্রের খবর, আগামী ২০ ও ২১ এপ্রিল সূর্যকান্তবাবু কোচবিহারের বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূলের হামলায় ক্ষতিগ্রস্ত সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের কয়েকটি অফিস ঘুরে দেখবেন। ২০ এপ্রিল সিতাই, শীতলখুচি, মাথাভাঙা যাওয়ার কথা। পরের দিন তুফানগঞ্জ, বক্সিরহাট, কোচবিহার সদরের ভাঙচুর হওয়া অফিসগুলিতে যাবেন। সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অনন্ত রায় বলেছেন, “জেলায় বামেদের শতাধিক অফিসে তৃণমূলের হামলা, ভাঙচুর হয়েছে। কর্মীরা আক্রান্ত হন। জেলার সার্বিক অবস্থা ঘুরে দেখবেন বিরোধী দলনেতা।” সূর্যবাবুর সফর নিয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিত ভাবে উত্তেজনা তৈরির জন্য সিপিএম ওই কর্মসূচি নিয়েছে। সূর্যবাবুর সফর ঘিরে অশান্তি হলে দায়ভার বামেদেরই নিতে হবে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবার সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক কনস্টেবল। মঙ্গলবার সকালে বালুরঘাটের পাওয়ার হাউস এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রঞ্জিত দে। তিনি বালুরঘাট পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত। চকভৃগু এলাকার বাসিন্দা, বিধবা ওই মহিলা ধৃতের বিরুদ্ধে সোমবার রাতে অভিযোগ দায়ের করেছেন। এ দিন বালুরঘাটের আদালতে ধৃতকে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন।
|
গ্রিলের তালা কেটে কালী মন্দিরে চুরি হয়েছে। সোমবার কোচবিহার কোতোয়ালির রাজারহাটে জীবধারেরকুঠি এলাকায়। মঙ্গলবার বাসিন্দারা মন্দিরের গ্রিল খোলা দেখে খোঁজ নিতে দেখে বিষয়টি টের পান। |