আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়ার দাবি জানাবে যুব কংগ্রেস। মঙ্গলবার শিলিগুড়িতে জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক দলীয় বৈঠকের পর এ কথা জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসে নবনির্বাচিত সভাপতি সৌমিক হোসেন। এর আগে বিভিন্ন নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে যুব কংগ্রেস থেকে প্রার্থী করা হলেও এ বার বড় সংখ্যায় তাদের সদস্যরা প্রার্থীর মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন সৌমিক। প্রাথমিক ভাবে মৌখিক আশ্বাস মিলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছ থেকেও।
সৌমিক বলেন, “বিধানসভায় যুব কংগ্রেস থেকে মোট ৭ জন প্রার্থী ছিল। এই সংখ্যাটা যাতে পঞ্চায়েত ভোটে বাড়ানো যায় সে জন্য অনুরোধ করা হয়েছে শীর্ষ নেতৃত্বকে। তারা প্রাথমিক প্রতিশ্রুতিও দিয়েছেন।” ভোটের দিন ঘোষণা হলে কোন এলাকায় প্রার্থী দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে। জেলার শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোর কয়েকটির মধ্যে দু’একটি পঞ্চায়েতে প্রার্থী দেওয়া যায় কিনা তা নিয়ে দার্জিলিং জেলার যুব কংগ্রেস লোকসভা সভাপতি অভিজিত্ রায় চৌধুরির সঙ্গেও কথা হয়েছে।
সংগঠন বাড়ানোর উদ্দেশ্যে পাহাড়ের তিন মহকুমার কোনও একটি বা দুটিতে যুব কংগ্রেস থেকে প্রার্থী দিয়ে দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা চলছে বলে দলীয় সূত্রের খবর। এ দিন বৈঠকে সৌমিকবাবু রাজ্য সরকারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ করে তার বক্তব্য, “সরকার দু’বছরে কাজ করেনি। ভাঁওতা দিচ্ছে। কংগ্রেস সহযোগিতা করার চেষ্টা করলেও তার ছিঁটেফোঁটা পাওয়া যায় না সরকারের থেকে।” এদিন দিল্লিতে অমিত মিত্রকে এসএফআইয়ের নিগ্রহের সমালোচনার পাশাপাশি ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টারও নিন্দা করেন যুব কংগ্রেস নেতারা। |