টুকরো খবর
সমবায় ভোটে আলু-কাণ্ড হাতিয়ার তৃণমূলের
প্রাক্তন ফব বিধায়ক গোবিন্দ রায়ের দুর্নীতি মামলায় জেলে যাওয়ার বিষয় সামনে রেখে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালন সমিতির ভোটের প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পক্ষান্তরে, ফরওয়ার্ড ব্লকের তরফে সমবায় সমিতির আন্দোলনকে আমলাতান্ত্রিক কাঠামোয় পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগে প্রচার চলছে। ১৮ এপ্রিল জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে বিশেষ সাধারণ সভা হবে। সে দিন ব্যাঙ্কের পরিচালক মণ্ডলীর নির্বাচন হবে। ওই ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান গোবিন্দবাবু আলু কেনায় নয়ছয়ের অভিযোগে বর্তমানে জেলে আছেন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চিফ এগডিকিউটিভ অফিসার শুভ্রদেব দাস বলেন, “নতুন পরিচালকমণ্ডলী পাঁচ বছরের জন্যে নির্বাচিত হবেন।” ব্যাঙ্কের এক সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর এবং হলদিবাড়ির সমবায় সমিতিগুলি থেকে এক জন, ময়নাগুড়ি থেকে এক জন, ধূপগুড়ি থেকে এক জন, মাল মেটেলি ও নাগরাকাটা থেকে এক জন, শিলিগুড়ি নকশালবাড়ি খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থেকে এক জন, রাজগঞ্জ থেকে এক জন, কৃষি বিপণন সমবায় সমিতি থেকে এক জন, ইঞ্জিনিয়ার্স ও পরিবহণ সমবায় সমিতি থেকে এক জন এবং অন্যান্য সমবায় সমিতি থেকে এক জন করে ৯ জন নির্বাচিত হবেন। জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক বলেছেন, “কৃষির উন্নতি হল সমবায় ব্যাঙ্কের লক্ষ্য। বাম আমলে গোবিন্দবাবুরা বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্কের বিধি মানা হয়নি। আমরা কৃষির উন্নতির জন্যে সমবায় ব্যাঙ্ককে কাজে লাগাতে বদ্ধপরিকর। আমারা সঠিক পদক্ষেপ করছি বলেই বামেরা এখন ভিত্তিহীন অভিযোগ তুলছে।” ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রবাল রাহার অভিযোগ, “সরকার সমবায় আন্দোলনকে একটা আমলাতান্ত্রিক পরিকাঠামোয় পরিণত করার চেষ্টা করছে। সেই চেষ্টা রোখার জন্যে যাঁরা সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা তাদের সমর্থন করছি।

তিন বন্দির জামিন নাকচ
সিপিএম-তৃণমূলের মিছিল ঘিরে সংঘর্ষের জেরে শিলিগুড়িতে জেলবন্দি দুই ছাত্র-সহ তিন জন সিপিএম কর্মীর জামিনের জন্য মঙ্গলবার ফের আবেদন করা হয় আদালতে। তিন জনের নাম সাগর শর্মা, সন্তোষ সাহানি এবং অমিত দে। সাগর তৃতীয় বর্ষের ও সন্তোষ দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৮ এপ্রিল সাগরের ও ২৫ এপ্রিল সন্তোষের পরীক্ষা রয়েছে। তাঁদের আইনজীবীরা জানান, সন্তোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অমিতের মা শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সে জন্য অশৌচ চলছে তাঁর। তাঁকে নিয়ম পালন করতে হচ্ছে। এই তথ্য জানিয়ে তাঁরা জামিনের আবেদন করেন। শিলিগুড়ির এসিজেএম মধুমিতা বসু জামিনের আবেদন নাকচ করে দেন। সন্তোষের জামিনের শুনানি পূর্ব ঘোষিত ১৮ এপ্রিল হবে। তবে জামিন নাকচ করলেও সাগর যাতে পরীক্ষা দিতে পারেন সে ব্যাপারে জেল সুপারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। অমিত জেলে থাকলেও অশৌচ পালনে যাতে বাধা না-আসে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারক। সরকারি আইনজীবী সুদীপ বসুনিয়া ১৮ এপ্রিল যাতে সবাইকে হাজির করানো যায় তা নিশ্চিত করার দাবি জানান। বামেদের আইনজীবী মিলন সরকার জানান, ১৮ এপ্রিল জামিনের জন্য ফের আবেদন হবে।

আয় বাড়াতে পুর-উদ্যোগ
সম্পত্তি নামজারির কাজে সরলীকরণ করতে উদ্যোগী শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। আগামী ১৯-২১ এপ্রিল এই তিন দিন পাঁচটি বরো অফিসে ক্যাম্প করে নতুন বাড়ি ও ফ্ল্যাটগুলির মিউটেশন করা হবে। এর ফলে এক দিকে পুরসভার আয় বাড়বে। তা ছাড়াও, ফ্ল্যাটগুলির আইনি বৈধতা মিলবে মালিকদের। মালিকানা পরিবর্তনের জন্য সাধারণ ক্ষেত্রে ৩ মাস এবং মৃত্যুর ক্ষেত্রে ৬ মাস সময় দেওয়া হয়। কিন্তু নামজারির বিষয়ে অনেকেই ওয়াকিবহাল নন। নানা জটিলতার কারণে অনেকে তা এড়িয়ে যান। পূর্ত বিভাগের মেয়র পারিষদ সুজয় ঘটক জানান, এই শিবির হলে পুর কর আদায়ের পরিমাণ বাড়বে।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন দার্জিলিং জেলা কিসান কংগ্রেসের সভাপতি সূর্যশীল শর্মা। মঙ্গলবার শিলিগুড়ির হিলকার্ট রোডে তৃণমূলের জেলা কার্যলয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নেন। গৌতমবাবু বলেন, “ফাঁসিদেওয়ার বাসিন্দা বর্ষীয়ান সূর্যবাবু দলে যোগ দেওয়ায় ওই এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে আমি আশাবাদী।” জেলা কংগ্রেস নেতা জীবন মজুমদার জানান, সূর্য শীলশর্মার দল ছাড়ার ব্যাপারে তারা কিছুই জানেন না।

জন্মজয়ন্তী
বি আর অম্বেদকরের ১৩০তম জন্মজয়ন্তী পালন করা হল আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে। এ দিন আলিপুরদুয়ার পুরসভা হলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাতে আলিপুরদুয়ারের এসটি-এসসি সমাজের সভাপতি সুরেশ চন্দ্র দাস জানিয়েছেন, শহরে পদযাত্রা ও লোক সংস্কৃতির নানা অনুষ্ঠান হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.