শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল, কংগ্রেস নেতা পার্থ সেনগুপ্ত ও সিপিআইয়ের জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরীর নামে ভুলবশত এফআইআর করা হয়েছে বলে কবুল করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পুলিশের তরফে সবিতা দেবী-সহ সকলকে ফোন করে তা জানানো হয়। বামদলগুলি এবং কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে ক্ষোভ জানানোর পরেই খোঁজ নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। কারণ, তাঁর নির্দেশেই ওই তিন জনের নাম জড়ানো হয় বলে বাম এবং কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে গৌতমবাবু বলেন, “তৃণমূলের তরফে ওই তিন জনের নামে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ ভুলবশত তাঁদের নাম অভিযোগে লিখেছে। পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করছে। তারা অভিযোগ প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে।” যা শোনার পরে জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারে প্রতিক্রিয়া, “তা হলে পুলিশ ভুল করে মিথ্যে অভিযোগ করছে সেটা মন্ত্রী স্বীকার করছেন?” শঙ্করবাবুর অভিযোগ, পুলিশকে কাজে লাগিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ওই ঘটনায় প্রকাশ্যে এসেছে।
গত ১০ এপ্রিল তৃণমূলের মিছিলে সিপিএমের দলীয় কার্যালয় থেকে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, দলের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকারের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে পুলিশে একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ হয়। পুলিশের তরফেও আলাদা ভাবে অভিযোগ হয়। তাতেই সবিতাদেবী, পার্থবাবু ও উজ্জ্বলবাবুর নাম রয়েছে। এ দিন সবিতাদেবীকে শিলিগুড়ি থানা থেকে ফোন করে পুলিশের ভুলের বিষয়টি জানানো হয়। তিনি বলেন, “আমাকে ফোন করে জানানো হয় ভুলবশত অভিযোগ করা হয়েছে। আদালতে বিষয়টি পাঠানো হয়েছে। পরবর্তীতে যখন চার্জশিট পেশ করা হবে সেখানে ভুল অভিযোগের বিষয়টি সংশোধন করে নেওয়া হবে।”
তবে ভুলের বিষয়টি লিখিতভাবে না জানানোয় তাঁরা তিন জনেই চিন্তিত। বিশেষ করে কবে চার্জশিট হবে তা ঠিক নেই। তা ছাড়া পুলিশের তরফে ভুলের জন্য কোনও দুঃখ প্রকাশ না করার জন্য ও নেতৃত্বের একাংশের নামে মিথ্যা অভিযোগের বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে কংগ্রেস ও সিপিআই উভয় দলই। পরবর্তীতে ওই অভিযোগ নিয়ে তাদের উপর চাপ সৃষ্টি বা বিপাকে ফেলার চেষ্টা হত বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উজ্জ্বল বাবুকে ফোন করে জানিয়েছেন, তাঁদের দলের তরফে তাদের তিন জনের নামে পুলিশে কোন অভিযোগ করা হয়নি। কী ভাবে তাদের নামে অভিযোগ হয়েছে তাঁরাও বিষয়টি বুঝতে পারছেন না। উজ্জ্বলবাবু বলেন, ‘‘পুলিশের তরফে জানান হয় ভুল করে তারা আমার নাম দিয়েছেন। এখন কী ভাবে তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করবেন সে সব কিছুই জানাননি।” পার্থবাবু জানিয়েছেন, তাদের তিন জনের নামে ভুল করে ওই অভিযোগ করার কথা এখন বলা হলেও এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, “আমরা এ নিয়ে মাথা না ঘামালে অভিযোগ থেকেই যেত। কোনও সময় রাজনৈতিক প্রয়োজনে পুলিশকে দিয়ে পুরনো মামলা তুলে গ্রেফতারের সুযোগ তৈরির ব্যবস্থা করে রাখা হচ্ছিল।” তাঁর যুক্তি, পুলিশ যে বুল করে অভিযোগ তুলেছে, অবিলম্বে তাদের তরফে চিঠি পাঠিয়ে আদালতে তা জানানো দরকার। |