জিএনএলএফ নেতার বাড়িতে হামলা দার্জিলিঙে
জিএনএলএফের প্রাক্তন কাউন্সিলর ভানু লামার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দার্জিলিং সদর থানা এলাকায় এই ঘটনার খবর পেয়ে পুলিশ গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের কাছে করা অভিযোগে ভানুবাবু কোনও দলের নামোল্লেখ না করলেও যাদের নাম রয়েছে তারা সকলেই মোর্চা সমর্থক বলে পরিচিত। মোর্চা সম্পাদক রোশন গিরি বলেন, “আমাদের কেউ ওই ঘটনায় যুক্ত নয় বলেই জানি। তবুও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।” উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, “পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ থাকা বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অশান্তি বরদাস্ত করবে না সরকার।”
জিএনএলএফের প্রাক্তন কাউন্সিলর ভানু লামার দার্জিলিঙের এই বাড়িতেই
হামলা হয় মঙ্গলবার দুপুরে। পুলিশ ঘটনার শুরু তদন্ত করেছে। —নিজস্ব চিত্র।
জিএনএলএফ সূত্রের খবর, ভানুবাবু একসময় লপচু পেশক এলাকা থেকে গোর্খা পার্বত্য পরিষদের কাউন্সিলর হন। সুবাস ঘিসিং যখন কাউন্সিলরদের পদত্যাগ করতে বলেন, সেই সময়ে ভানুবাবুও নির্দেশ মেনে নেন। মোর্চার উত্থানের পরে ঘিসিং জলপাইগুড়িতে চলে যান। এর পরে ভানুবাবু রাজনীতি থেকে অবসর নিয়ে অন্যত্র থাকতে শুরু করেন। সম্প্রতি পাহাড়ে জিএনএলএফ ফের মিটিং-মিছিল শুরু করে। পরিস্থিতি পাল্টেছে ভেবে ভানুবাবু তাঁর পুরনো বাড়ি সংস্কার শুরু করেন। এ দিন দুপুরে যখন মিস্ত্রিরা কাজ করছিলেন তখনই হামলাকারীরা তাঁর বাড়িতে চড়াও হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.