টুকরো খবর
রেল দুর্ঘটনায় বাসই ভরসা
রেল লাইনের ধারেই জাতীয় সড়ক থাকায় বড়সড় হয়রানির হাত থেকে রক্ষা পেলেন কৃষ্ণনগর-লালগোলা শাখার যাত্রীরা। মঙ্গলবার দুপুরে সিরাজনগর স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার পরেই অনিয়মিত হয়ে পড়ে ওই শাখার ট্রেন চলাচল। দুপুর সাড়ে তিনটি থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ-লালগোলা প্যাসেঞ্জার শেষ পর্যন্ত সাড়ে পাঁচটায় লালগোলা রওনা হয়। দেবগ্রাম স্টেশনে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পর আপ মেমু ট্রেনটিকে শিয়ালদহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সাড়ে পাঁচটা নাগাদ ওই ট্রেনটি কৃষ্ণনগর ছেড়ে শিয়ালদহের দিকে যায়। যদিও তার ফলে বেশির ভাগ যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়নি। কারণ, ওই স্টেশনগুলির পাশ দিয়েই গিয়েছে ৩৪ নন্বর জাতীয় সড়ক। বেশির ভাগ যাত্রীই জাতীয় সড়ক থেকে বাস ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। স্ত্রীর চিকিৎসা করিয়ে রেজিনগরের বাড়িতে ফিরছিলেন হালিম মণ্ডল। তিনি বলেন, “ট্রেন কখন ছাড়বে তার ঠিক নেই। ফলে বাস ধরলেই অনেক আগে বাড়ি পৌঁছে যাব।” কালীগঞ্জের পাগলাচণ্ডীতে বাড়ি বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুণ্ডরীকাক্ষ কীর্তনিয়ার। তিনি বলেন, “এ সব দুর্ঘটনার ক্ষেত্রে রেলযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কিন্তু এ ক্ষেত্রে পাশে জাতীয় সড়ক থাকায় বেশির ভাগ যাত্রী ভোগান্তি থেকে তাড়াতাড়ি রক্ষা পেয়েছেন।” নদিয়া জেলা বাস মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য কুণাল ঘোষ বলেন, “রেল দুর্ঘটনার কারণে জাতীয় সড়কের বাস গুলিতে ব্যাপক ভিড় হয়। রেলের যাত্রীদের জন্যই ভিড় হয়েছিল।”

কুপার্সে যুগলের অস্বাভাবিক মৃত্যু
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে এক যুগল। রানাঘাটের কুপার্স ক্যাম্প এলাকার বাসিন্দা শুভ দাস (১৮) ও লাবণি বারুই (১৫) সোমবার রাতে নিজেদের বাড়িতে আত্মঘাতী হন। পুলিশ জানায়, এ দিন রাত সাড়ে ন’টা নাগাদ অনেক ডাকাডাকির পরও ঘরের ভিতর থেকে লাবণির সাড়াশব্দ মেলেনি। বাড়ির লোকজন দরজা ভেঙে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। লাবণির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন শুভ দাস। এর পর তিনিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাসিন্দাদের দাবি, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দু’জনের বাড়িতেই এই সম্পর্কের ব্যাপারে আপত্তি ছিল। তাই তাঁরা আত্মহত্যার পথ বেছে নেন।

বর্ষবরণ উৎসব
সোমবার সন্ধ্যায় কল্যাণীর সগুনায় ‘বার্তাবাহক’ পত্রিকার উদ্যোগে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। গুনীজনদের সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজির ছিলেন পত্রিকার সম্পাদক জীবন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী দেবযানী নিয়োগী সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। অন্যদিকে গাংনাপুরে মালঞ্চ ক্লাবের উদ্যোগেও পালিত হয় নববর্ষ।

দুর্ঘটনায় মৃত যুবক
লরির সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গোলাপচাঁদ চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ি বহরমপুরে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রঘুনাথগঞ্জের সিদ্ধিকালীর কাছে ওই ঘটনায় জখম হয়েছেন একজন। তিনি জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ষণের নালিশ, ধৃত
গ্রামেরই মেলা থেকে বাড়ি ফিরছিলেন বছর পনেরোর এক কিশোরী। রাস্তায় তাঁকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার পুলিশ সেলিম শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে। ওই কিশোরী ও ধৃত যুবক রঘুনাথগঞ্জের আন্দুয়া গ্রামের বাসিন্দা।

ছাত্রী নিবাস স্কুলে
মঙ্গলবার কস্তুরবাই গাঁধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিবাসের নতুন ভবনের উদ্বোধন করলেন জেলা সভাধিপতি মেঘলাল শেখ। নাকাশিপাড়ার পাটিকাবাড়ি গার্লস হাইস্কুলের ওই ছাত্রী নিবাসে নিখরচায় ৫০ জন দুঃস্থ ছাত্রী থাকতে পারবেন।

গাঁজা-সহ ধৃত
গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বড়ঞা থানার কুলি মোড় থেকে পুলিশ চন্দন ঘোষ নামে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের বাড়ি ওই থানার কাপাসডাঙা এলাকায়।

অভিযুক্তের জেল হাজত
এক রোগিণীকে ধর্ষণের অভিযোগে ধৃত নার্সিংহোমের কর্মী ওয়াসিম শেখকে মঙ্গলবার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিলেন জঙ্গিপুরের এসিজেএম সঞ্জীব দারুকা। অভিযোগ, রঘুনাথগঞ্জের একটি নার্সিংহোমে এক তরুণীকে শারীরিক পরীক্ষার নাম করে ধর্ষণ করে ওয়াসিম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.