গত রবিবার ১৪১৯ বঙ্গাব্দের শেষ দিনে রাতভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণে মাতল বহরমপুর রবীন্দ্রসদন। পাঁচ বছর আগে ওই অনুষ্ঠনের সূচনা করে বহরমপুরের নাট্যসংস্থা ‘ঋত্বিক’। গত রবিবার রাত ১০টায় পঞ্চমবর্ষের ওই বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়, চলে পয়লা বৈশাখের ভোর সাড়ে চারটে পর্যন্ত। হালিশহরের ‘ইউনিটি মালঞ্চ’, চন্দনগরের ‘যুগের সাথী’, উত্তর দিনাজপুরের ‘অনন্য’ ও নদিয়ার ‘শান্তিপুর সাংস্কৃতিক’ মিলে মোট ৪টি নাট্যসংস্থা ৪টি নাটক মঞ্চস্থ করে। দু’টি নাটক মঞ্চস্থ করার মাঝে সংগীত ও যন্ত্রসংগীত পরিবেশন করেন শিল্পীরা।
|
লালগোলার প্রত্যন্ত এলাকার লস্করপুর হাইস্কুলের উদ্যোগে গত শনিবার অনুষ্ঠিত হল নাবালিকা বিয়ে বন্ধে সচেতনতা শিবির। নাবালিকা বিয়ে কেন অনুচিৎ ওই বিষয়ে আলোচনা করেন মুর্শিদাবাদর পুলিশ সুপার হুমায়ুন কবীর ও লস্করপুর হাইস্কুলের প্রধানশিক্ষক জাহাঙ্গির আলম। ওই স্কুলের শিক্ষক আশরাফ আলি বলেন, “সচেতনতা শিবিরের ওই অনুষ্ঠানে লালগোলাএস এম গার্লস হাইস্কুল, রাজারামপুর হাইস্কুল ও লস্করপুর হাইস্কুলের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে। ওই অনুষ্ঠানের সাফল্যে মাদ্রাসা কালচারাল অ্যাসোসিয়েশনের কর্ণধার মাসুদ আলমের বিশেষ অবদান রয়েছে।”
|
গত ১২ এপ্রিল পাঁচথুপি উদয়ন নাট্যগোষ্ঠী সফদর হাসমির জন্মদিন পালন করে। আবৃত্তি ও সংগীত পরিবেশন ছাড়াও সেখানে শ্রুতি নাটক করেন বিশ্বজিৎ দত্ত ও শ্যামলী শীল। মঞ্চস্থ হয় সফদর হাসমির নাটক ‘গিরগিটি’। জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাসুদেব ঘোষ।
|
বর্ষবরণ কৃষ্ণনগরে। —নিজস্ব চিত্র। |
|