টুকরো খবর |
যুব তৃণমূলের কর্মী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মঙ্গলবার ঘাটাল মহকুমা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বকুলতলায়।সভায় উপস্থিত সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, “আগামী ২১ এপ্রিল দিল্লি কাণ্ডের জেরে যুব তৃণমূলের পক্ষ থেকে রানি রাসমণি রোডে সমাবেশ হবে। পরে প্রয়োজনে আমরা দিল্লি যেতেও প্রস্তুত।” পঞ্চায়েত ভোটে দলের কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। এ দিনের সভায় কয়েক হাজার কর্মী-সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সভাপতি শ্যাম পাত্র, যুব নেতা কৌশিক কুলভী, সুদীপ মণ্ডল ছাড়াও সংগঠনের মহকুমা ও ব্লক স্তরের নেতৃত্বরা। সভা শুরুর পরেই প্রবল ঝড়বৃষ্টিতে সভার কাজ ব্যহত হয়। এক সময় প্রবল ঝড়ে উড়ে যায় সভা ছাউনির একাংশ।
|
স্বামীর ঝুলন্ত দেহ, শিরা কেটে জখম স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অস্বাভাবিক ভাবে মৃত্যু হল ঝাড়গ্রামের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার (এডিএসআর) তুহিন চৌধুরীর (৩৩)। গলায় ধুতির ফাঁস লাগানো অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সুইসাইড নোট মিলেছে। পারিবারিক অশান্তির কারণেই তুহিনবাবু আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, স্বামীর মৃত্যুর পর বঁটি দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তুহিনবাবুর স্ত্রী পিয়ালিদেবী। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সোদপুরে বাড়ি তুহিনবাবুর। কাজের জন্য ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে সেখানেই ঘটনাটি ঘটে। তুহিনবাবু বছর খানেক আগে বিয়ে করেছিলেন।
|
লরির ধাক্কায় আহত মোটর বাইক আরোহী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লরির ধাক্কায় আহত হলেন এক মোটর বাইক আরোহী। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে কোলাঘাট তাপবিদ্যু কেন্দ্রের ছাইখাদানের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। আহত শ্যামল ব্যাবত্তা’র বাড়ি হাওড়া জেলার দেউলটিতে। তিনি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী। সোমবার দুপুরে কাজ শেষ হওয়ার পর মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ছাইখাদানের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে একটি লরি তাঁর বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে আহত হন শ্যামলবাবু। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে মেচেদার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
আশ্রমে আঁকার স্কুল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাংলা নববর্ষের প্রথম দিনে পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে খুলল আঁকার স্কুল। সোমবার সন্ধ্যায় রামনগর-২ ব্লকের দাদনপাত্রবাড়ে অন্ত্যোদয় অনাথ আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে আশ্রমের অঙ্কন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল, রামনগর-২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা, পঞ্চায়েত সমিতির সদস্য ও মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র প্রমুখ। অনুষ্ঠানে ১৭৫ জন অঙ্কন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ড্রয়িং খাতা ও রঙ পেনসিলের বাক্স তুলে দেন আশ্রমের কর্ণধার বলরাম করণ।
|
জিতল গ্রিন গ্রুপ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
২৬তম ডায়মন্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতা হল ভগবানপুরের গোয়ালাপুকুর ময়দানে। মঙ্গলবারের ফাইনালে মুখোমুখি হয় ভগবানপুর গ্রিন গ্রুপ ও দি কাশিমপুর ক্রিকেট একাদশ। চার রানে জয়ী হয় গ্রিন গ্রুপ। খেলার শেষে পুরস্কার বিতরণের পাশাপাশি দু:স্থ মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা ও চারজন শারীরিক প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী এবং অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপর এসএফআই ও সিপিএম সমর্থকদের আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তৃণমূলের মিছিল হল পাঁশকুড়ার মাইশোরায়। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শাহ ও তৃণমূলের অঞ্চল সভাপতি মোহিনী মাইতি। তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের তমলুক শাখা মঙ্গলবার দুপুরে তমলুকে জেলা আদালতের সামনে থেকে পুরসভা অফিস প্রাঙ্গণ পর্যন্ত মিছিল করে।
|
ঝড়ে গাছ রেলপথে, ব্যহত ট্রেন চলাচল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ঝড়ে রেললাইনে গাছ উল্টে পড়ায় ট্রেন চলাচল ব্যহত হল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ও দিঘা শাখায়। মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশনের কাছে চাঁচিয়াড়ায় গাছ উল্টে যায়। এর জেরে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস পাঁশকুড়ার দিকে আসার পথে সন্ধ্যে ৬টা থেকে রঘুনাথবাড়ি স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে পাঁশকুড়া স্টেশনে ঢোকার পথে ফের এক ঘণ্টা আটকে থাকে। এ ছাড়াও পাঁশকুড়া-ভোগপুর স্টেশনের মাঝে সিগনাল পোস্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে হাওড়াগামী আরণ্যক এক্সপ্রেস-সহ বেশ কিছু লোকাল ট্রেন আটকে যায়। রেলকর্মীরা গাছ কেটে সরানোর পরও ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে।
|
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হল ঝাড়গ্রামের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার (এডিএসআর) তুহিন চৌধুরীর (৩৩)। মঙ্গলবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সোদপুরের বাসিন্দা তুহিনবাবু কর্মসূত্রে ঝাড়গ্রামের রঘুনাথপুরে থাকতেন। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি। তুহিনবাবুর স্ত্রী পিয়ালিদেবী বঁটিতে হাতের শিরা কাটা অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি। তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে মনে করছে পুলিশ। |
|