আতঙ্ক শিল্পশহরে
পরিত্যক্ত সার কারখানায় আগুন
কটি পরিত্যক্ত সার কারখানার বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল শিল্পশহরে। মঙ্গলবার দুপুরে হলদিয়ার পরমানন্দচকে হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশনের (এইচএফসি) কারখানায় আগুন লাগে। পাশের হুগলি নদীর দমকা হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রচুর কল-কারখানা কাছেপিঠে। পরে দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ দিন বেলা দেড়টা নাগাদ আগুন লাগে এই কারখানার পশ্চিম দিকের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সাব-স্টেশনে। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার আগে একটি বিকট শব্দ হয়। ট্রান্সফর্মার ফেটে গিয়েই আগুন লেগেছে বলে মনে করছেন কর্মীরা। ভয়াবহ এই আগুনে ভস্মীভূত হয়ে যায় সাব-স্টেশনটি।
১৯৮২ সালে ‘ডাই-অ্যামোনিয়াম ফসফেট’ উৎপাদনের পরিকল্পনা নিয়ে এই কারখানা চালু হয়। প্রথম থেকেই ধুঁকতে থাকা এই কারাখানা ১৯৮৬ সালে বন্ধ হয়ে যায়। ২০০৩ সালের প্রথমভাগে প্রায় ১২৪৮ জন কর্মীকে স্বেচ্ছা-অবসর নিতে হয়। এরপর থেকেই জঙ্গলঘেরা অবস্থায় পড়ে রয়েছে কারখানাটি। শুধুমাত্র জলপ্রকল্প চালিয়ে ইন্ডিয়ান অয়েলকে জল সরবরাহ করা হয়। এ দিনভয়াবহ আগুনে ৫০ মিটার দূরে আইওসি ও টাটা স্টিলের প্রকল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইওসি শ্রমিক ইউনিয়নের তৃণমূল নেতা স্বপন নস্কর বলেন, “কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় দীর্ঘ দিন ধরে এই কারখানাটি বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। রাতে আগুন লাগলে পাশের এত বড় বড় কারখানা বাঁচানো যেত না।” সংস্থার প্রশাসনিক আধিকারিক সুভাষ আইচ বলেন, “বিদ্যুৎ দফতরের ট্রান্সফর্মার ফেটে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। দিল্লির অফিসে জানাব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.