কয়েক বিঘা জমির পাকা তরমুজ খেয়ে আর মাড়িয়ে নষ্ট করল এক দল বুনো শুয়োর। রবিবার রাতে মানবাজার থানার রাজগ্রাম ও চেলামা গ্রামের ঘটনা। ওই গ্রামে কয়েক জন চাষি তরমুজ ও সব্জি চাষ করেছেন। তাঁদের অভিযোগ, রাতে একপাল বুনো শুয়োর জমিতে নেমে পাকা তরমুজ খেয়ে যায়। প্রচুর তরমুজ নষ্টও করে। রাজগ্রামের বাসিন্দা বিমল সিংহ মহাপাত্র, অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, “অনেক খরচ করে জমিতে তরমুজ লাগিয়েছিলাম। সোমবার সকালে এসে দেখি তরমুজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আধ খাওয়া বা পায়ে থেঁতলানো তরমুজের অংশ জমির চারদিকে ছড়িয়ে রয়েছে। আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়ে গেল।” |
নষ্ট তরমুজের খেত। — নিজস্ব চিত্র |
তাঁরা বন দফতরে ঘটনার কথা জানান। বাসিন্দাদের দাবি, লাগোয়া ঝাড়বাগদার জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে বুনো শুয়োর দল প্রায়ই জমির ফসল নষ্ট করছে। কিন্তু, বন দফতর ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, ঝাড়বাগদার জঙ্গলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বুনো শুয়োর, শেয়াল ও অন্য পশুপাখি ছাড়া হয়েছিল। তারাই বংশবিস্তার করে এখন সংখ্যায় বেড়ে গিয়েছে। মানবাজারের রেঞ্জ অফিসার বিকাশচন্দ্র পাত্র বলেন, “হাতিতে ফসলের ক্ষতি করলে ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম আছে। বুনো শুয়োরের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই। তবু চাষিরা লিখিত অভিযোগ জানালে বিবেচনার জন্য কর্তৃপক্ষকে জানাব।” |