রিকশায় বাইকের ধাক্কা মেরে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিনেদুপুরে জনবহুল জিটি রোডে হঠাৎ একটি রিকশায় ধাক্কা মারল এক মোটরবাইক। রিকশা থেকে ছিটকে পড়লেন এক দম্পতি। কেউ কিছু বুঝে ওঠার আগেই পলকের মধ্যে মোটরবাইক উধাও। প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও কাছে যেতেই ভুল ভাঙল লোকজনের। জানা গেল, ওই দম্পতির হাত থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে মোটরবাইক আরোহীরা।
পুলিশ সূত্রের খবর, ২৯ এপ্রিল মেয়ের বিয়ে উপলক্ষে টাকা তুলতে বালি নিমতার এলাহাবাদ ব্যাঙ্কে আসেন বালি শ্রীচরণ সরণির জুটমিল কোয়ার্টার্সের বাসিন্দা রামদত্ত শর্মা ও তাঁর স্ত্রী মিথিলেশ। এক লক্ষ টাকা তুলে দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্যাঙ্কের সামনে থেকেই একটি রিকশায় চাপেন তাঁরা। বালিখাল আইল্যান্ডের সামনে একটি মোটরবাইক রিকশাটিকে ধাক্কা মারলে হুমড়ি খেয়ে পড়েন ওই দম্পতি। রামদত্তের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তীব্র গতিতে উত্তরপাড়ার দিকে চম্পট দেয় ওই মোটরবাইক আরোহীরা। মোটরবাইকে দু’জন যুবক ছিল বলে জানা গিয়েছে।
মোটরবাইকের ধাক্কায় রিকশা থেকে ওই দম্পতিকে পড়ে যেতে দেখে আশপাশের লোকজন ভাবেন দুর্ঘটনা ঘটেছে। সামনে এসে তাঁরা দেখেন বিষয়টি পুরো উল্টো। রিকশা থেকে পড়ে গেলেও তেমন কোনও চোট লাগেনি ওই দম্পতির। কিন্তু তাঁদের টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়েছে মোটরবাইক আরোহী দুই যুবক। এর পরেই বালি থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন রামদত্তবাবু। তিনি বলেন, “২৯ এপ্রিল মেয়ের বিয়ে। টাকা নিয়ে ফিরছিলাম। কী যে হল, বুঝতে পারলাম না।”
ঘটনার পরে বালি পুলিশের তদন্তকারী দল ওই ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজও পরীক্ষা করেন। তবে পুলিশকে ওই দম্পতি জানান, মোটরবাইক আরোহী দুই যুবককে তাঁরা চেনেন না। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, টাকা ছিনতাইয়ের পরে ওই যুবকেরা মোটরবাইক নিয়ে জিটি রোড ধরে সোজা উত্তরপাড়া থানা পার করে চলে গিয়েছে। সে জন্য জিটি রোডের উপরে উত্তরপাড়া থানার সিসিটিভি-র ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ। |