শিক্ষিকার বাড়িতে হামলা গোঘাটে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সিপিএম নেত্রী তথা গোঘাট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা অনিতা মণ্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দিন কয়েক বাড়ি ছিলেন না তিনি। ফিরে এসে গত রবিবার দেখেন, ঘরের জানলার কাচ ভাঙা। ভিতরে আবর্জনা ফেলা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা। তদন্ত শুরু হয়েছে বলে গোঘাট থানা সূত্রে জানানো হয়েছে। এর আগে নিরাপত্তার দাবিতে বহু বার পুলিশ-প্রশাসন-মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অনিতাদেবী। ২০১১ সালের অগস্ট মাসেও তাঁর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার অবশ্য সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কোনও রকম নালিশ জানাননি ওই শিক্ষিকা। এ ব্যাপারে গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পালও বলেন, “হামলার ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়।”
|
পড়শি দুই যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন দুই ভাই। সোমবার ঘটনাটি ঘটেছে বালির বেলানগরে। পুলিশ জানায়, ধৃতেরা হলেন ললিত ঠাকুর ও সাগর ঠাকুর। ওই দুই যুবতীও সম্পর্কে বোন। পুলিশ সূত্রের খবর, বেলানগরের বাসিন্দা ললিত স্থানীয় চাল তৈরির কারখানায় কাজ করেন। সাগর ওষুধের দোকানের কর্মী। অভিযোগ, ওই সন্ধ্যায় পড়শি এক যুবতীর সঙ্গে বচসা বাধে ওই দুই ভাইয়ের। ওই যুবতীর দিদি প্রতিবাদ করলে ললিত ও সাগর তাঁদের দু’জনের শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। এ বিষয়ে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দুই ভাইকে গ্রেফতার করে।
|
মঙ্গলবার ডানকুনির মাইতিপাড়ায় দিল্লি রোড ও দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে বাপি মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির মুখ থ্যাঁতলানো দেহ উদ্ধার হল। ঘটনার তদন্ত করছে পুলিশ। |