|
|
|
|
কাশ্মীরি তরুণী মুঠোয় আনলেন ভূস্বর্গ |
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর |
এত দিন তথ্যের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হত দফতর থেকে দফতরে। ভূস্বর্গের সব তথ্য এ বার হাতের মুঠোয় এনে ফেললেন শ্রীনগরেরই এক তরুণী। বছর তেইশের মেহভিশ মুস্তাক। ‘ডায়াল কাশ্মীর’ নামে একটি অ্যানড্রয়েড অ্যাপ তৈরি করে ভারতীয় প্রযুক্তির জগতে সাড়া ফেলে দিয়েছেন বারজুলা-র বাসিন্দা মেহভিশ।
এই পরিষেবার মাধ্যমে কাশ্মীরের ৫০০টি সরকারি ও বেসরকারি দফতরের জরুরি ফোন নম্বর ও বিস্তৃত বিবরণ মিলবে ইন্টারনেটে। দমকল, গ্যাস, হাসপাতাল ও পুলিশ দিয়ে শুরু হলেও, আর কিছু দিনের মধ্যেই এতে পর্যটন কেন্দ্র, হোটেল, ভ্রমণ ও স্বেচ্ছাসেবী সংস্থার বিবরণ যোগ করবেন মেহভিশ। কাশ্মীরের সংস্কৃতির অন্যতম অঙ্গ ওয়াজা দলের কথাও রাখতে চান ‘ডায়াল কাশ্মীর’-এ।
কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর গত জানুয়ারিতে অ্যানড্রয়েড পরিষেবা তৈরির অনলাইন কোর্স করেন মেহভিশ। ওই সময় থেকেই মাথায় চাপে এমন একটা কিছু করার ভাবনা। চাইছিলেন এমন কিছু করতে, যা তাঁর চার পাশের মানুষের কাজে লাগবে। আবার এখানে যাঁরা বেড়াতে আসেন তাঁরাও যেন হাতের মুঠোয় পেয়ে যান প্রয়োজনীয় সব তথ্য। এবং সেই সঙ্গে কাশ্মীর ও তার সংস্কৃতির এক ঝলক। সকলেই মানছেন, আম-কাশ্মীরির খুবই কাজে আসবে এটি। আবার যে সমস্ত পর্যটক কাশ্মীরে এসে ভাষার সমস্যায় পড়েন, তাঁদেরও খুবই সাহায্য করবে এই পরিষেবা। মেহভিশের কথায়, “আমি যে অঞ্চলে বাস করি সেখানকার সব গুরুত্বপূর্ণ তথ্য জোগাবে ডায়াল কাশ্মীর। বিভিন্ন হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, পরিবহণ, থানা ইত্যাদি জরুরি বিভাগের ফোন নম্বর, ঠিকানা, ইমেল আইডি একসঙ্গে পাওয়া যাবে এতে।” ছোটদের উদ্দেশে মেহভিশের বার্তা, “বড় স্বপ্ন দেখ, ছোট করে শুরু কর। কিন্তু সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, শুরু কর।” নিজেও করেছেন সেটাই। |
|
|
|
|
|