এক দিনে লগ্নিকারীদের ঝুলিতে ১ লক্ষ কোটি।
শিল্পের হাল ফেরার আশায় উৎসাহিত বাজারে দেশি-বিদেশি ক্রেতাদের শেয়ার কেনার আগ্রহ মঙ্গলবার এতটাই পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের। সেনসেক্স বেড়েছে প্রায় ৩৯০ পয়েন্ট, যা সাত মাসে সবচেয়ে বেশি। দিনের শেষে তা ছুঁয়েছে ১৮,৭৪৪.৯৩। এর আগে ২০১২-র সেপ্টেম্বরে সেনসেক্স বেড়েছিল ৪০৩ পয়েন্টের মতো। পাশাপাশি, ডলারে টাকার দামও ছুঁয়েছে এক মাসের মধ্যে সর্বোচ্চ অঙ্ক। যার অন্যতম কারণ বিদেশি লগ্নিকারীদের ভারতের শেয়ার বাজারে ফিরে আসা। তাদের ডলার বিক্রি এবং বিশ্ব ব্যজারেও ডলারের দাম কমার প্রবণতা এ দিন টাকাকে টেনে তুলেছে ৪৮ পয়সা। বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৪.১৪ টাকা। |
মঙ্গলবারই চাঙ্গা হয়ে ওঠে গাড়ি ও ব্যাঙ্কিং শিল্পের শেয়ার। ঋণে সুদ কমা-বাড়ার সম্ভাবনার উপরই বেশি নির্ভর করে এই সব শেয়ার। বিশেষজ্ঞদের ধারণা, এর থেকেই ইঙ্গিত মিলছে যে, সুদ কমার আশায় রয়েছে এই সব শিল্প। মারুতি-সুজুকি-র শেয়ার দরই বেড়েছে সবচেয়ে বেশি, ৪.২৩%, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা প্রায় ৪%। বেড়েছে মূলধনী পণ্য, বিদ্যুৎ, আবাসন শেয়ারও।
সার্বিক ভাবে মোট শেয়ার মূলধনের বাজার মূল্য ১ লক্ষ কোটি টাকা বেড়ে ছুঁয়েছে ৬৪.২৪ লক্ষ কোটি টাকা। সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৭টিরই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও প্রায় ১২১ পয়েন্ট বেড়ে ছুঁয়েছে ৫৬৮৮.৯৫ অঙ্ক। |
শিল্পে প্রাণ ফেরার প্রত্যাশায় যে-সব কারণ ইন্ধন জুগিয়েছে এবং শেয়ার সূচককে ঊর্ধ্বমুখী করেছে, তার মধ্যে রয়েছে: |
• আচমকা সার্বিক মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে নেমে আসা |
• মূল্যবৃদ্ধি কমার সুযোগ নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের ৩ মের ঋণনীতিতে সুদের হার বেশ কিছুটা কমানোর সম্ভাবনা |
• ঋণ নেওয়ার খরচ কমলে তা শিল্পের হাতে বাড়তি
নগদের সংস্থান করবে |
• গাড়ি-বাড়ি ঋণেও সুদ কমবে, চাঙ্গা হবে ঝিমিয়ে পড়া গাড়ি ও আবাসন শিল্প |
• বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা, যা আমদানির খরচ কমাবে |
• সোনার দাম কমায় একই ভাবে কমবে তার আমদানি খরচ |
• আমদানি খরচ কমলে রাশ টানা যাবে বৈদেশিক বাণিজ্যে চলতি খাতের ঘাটতির উপর |
|