লৌহমানবীর শেষকৃত্য আজ, পিছু ছাড়ছে না বিতর্কও
শেষ শয্যায় শায়িত হতে চলেছেন ‘লৌহমানবী’।
ব্রিটেনের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে সমাহিত করা হবে আগামীকাল। তার আগে সেন্ট পল্স ক্যাথিড্রালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে পূর্ণ সামরিক মর্যাদায়। যুবরানী ডায়না এবং কুইন মাদারের শেষকৃত্যের সমতুল জাঁকজমকের এই অনুষ্ঠান চলাকালীন স্তব্ধ থাকবে বিগ বেন। ঠিক যেমনটা হয়েছিল ১৯৬৫ সালে, সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যর উইনস্টন চার্চিলের শেষকৃত্যের সময়ে। এবং চার্চিলের পরে এই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিচ্ছেন স্বয়ং রানি।
থ্যাচারের জীবৎকালের মতোই তাঁর মৃত্যুর পরে প্রায় এক কোটি পাউন্ড ব্যয়ে এবং বিপুল নিরাপত্তা ব্যবস্থায় মোড়া শেষকৃত্যের অনুষ্ঠান ঘিরেও পিছু ছাড়েনি বিতর্ক। লেবার পার্টির সদস্য এবং জনগণ যখন এই বিপুল পরিমাণ খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদের আপত্তি তখন বিগ বেন স্তব্ধ করা নিয়ে। এমনকী থ্যাচারের নিজের শহর গ্র্যান্থামের বিশপেরও বক্তব্য, এতখানি খরচ অযৌক্তিক। পাশাপাশিই প্রশ্ন উঠেছে এই অনুষ্ঠানে রানির উপস্থিতি নিয়েও। লেবার এমপিদের ধারণা, সব দলের ঐকমত্য এবং ব্রিটেনের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর শেষকৃত্যের কথা বলে এই অনুষ্ঠানে রানিকে জড়িয়ে ফেলা হয়েছে।
ওয়েস্টমিনস্টার প্যালেসের চ্যাপেল অফ সেন্ট মেরি আন্ডারক্রফটে নিয়ে
যাওয়া হয়েছে থ্যাচারের মরদেহ। লন্ডনে মঙ্গলবার। ছবি: এএফপি
এ দিকে, থ্যাচারের প্রতি বিরোধিতার নিদর্শন স্বরূপ তাঁর শেষযাত্রার দিকে পিঠ ফিরিয়ে থাকবেন বলে জানিয়েছেন প্রতিবাদীরা। ফেসবুকে এই কর্মসূচিতে আমন্ত্রণও জানানো হয়েছে সাধারণ মানুষকে। এর পাশাপাশি সেন্ট পল্স ক্যাথিড্রালের বাইরে পোস্ট-ফিউনেরাল পার্টিরও পরিকল্পনা করেছেন প্রতিবাদীরা। পুলিশকে আগে জানিয়ে রাখা এবং শান্তিপূর্ণ প্রদর্শনের শর্তে প্রতিবাদের অনুমতি দিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। শেষকৃত্যের অনুষ্ঠানে কোনও রকম গোলমাল বাধালে গ্রেফতার করা হবে বলে সতর্কও করা হয়েছে।
অন্য দিকে, অনুগামীরা ঘোষণা করেছেন থ্যাচারের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের কায়দায় একটি গ্রন্থাগার গড়ে তুলবেন তাঁরা। ব্রিটেনের অন্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মানে এর আগে সংগ্রহশালা গড়া হলেও আর কারও ক্ষেত্রে এমনটা হয়নি।
ব্যারনেস থ্যাচারের কফিন আজই নিয়ে যাওয়া হয়েছে ওয়েস্টমিনস্টার প্যালেসের চ্যাপেল অফ সেন্ট মেরি আন্ডারক্রফটে। আগামী কাল ইউনিয়ন জ্যাকে মোড়া কফিনটি মরদেহবাহী শকটে নিয়ে যাওয়া হবে সেন্ট ক্লিমেন্ট ডেন্সে। সেখান থেকে ছ’টি কালো ঘোড়ায় টানা গাড়িতে মরদেহ পৌঁছবে সেন্ট পল্স ক্যাথিড্রালে। শেষযাত্রার পথে থাকবে সেনা।
কফিনটি ক্যাথিড্রালের ভিতরে নিয়ে যাবেন থ্যাচারের নাতি-নাতনি মাইকেল এবং আমান্ডা। ঠিক বেলা এগারোটায় শুরু হবে অনুষ্ঠান। সাদা লিলি এবং সবুজে সাজানো ক্যাথিড্রালে শেষকৃত্যের এই অনুষ্ঠান শেষে নিভৃতে সমাহিত হবেন ‘লৌহমানবী’।
পুরনো খবর:

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পিএমএল(এন) দলের নেতা সানাউল্লাহ জেহরির উপরে হামলা চালাল জঙ্গিরা। সানাউল্লাহ রক্ষা পেলেও নিহত হয়েছেন তাঁর ছেলে সিকান্দার, ভাই মেহরুল্লাহ, ভাইপো জাইদ ও এক দেহরক্ষী। ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে এই ঘটনা সাধারণ নির্বাচনের আগে পাক নিরাপত্তাবাহিনীর দুশ্চিন্তা বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.