চালকল মালিকের আগাম জামিন নয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও কালনা |
চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনে দাম না মেটানোর অভিযোগে পুলিশ যাঁকে খুঁজছে, মন্তেশ্বরের সুনন্দা রাইস মিলের সেই মালিক অভিজিৎ মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ওই আর্জি নাকচ করেন বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সুশোভন সেনগুপ্ত। সম্প্রতি অত্যাবশ্যকীয় পণ্য নিগম বর্ধমানের ওই মিলের কর্ণধারদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। তার পর থেকেই অভিজিৎবাবু ও তাঁর ভাই অরিজিৎ মণ্ডল এলাকাছাড়া। পুলিশের দাবি, বাড়ি ও চালকলে তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। মহকুমা পুলিশ সূত্রের খবর, মাসখানেক আগে খবর এসেছিল, এলাকার এক তৃণমূল নেতা এক ভাইকে আশ্রয় দিয়েছেন।
|
মোটরযান দফতরের বিভাগ চালু হল কালনা মহকুমাশাসকের কার্যালয়ে। মঙ্গলবার তার উদ্বোধন করে রাজ্যের ক্ষুদ্র, কুটির, ভূমি এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “রাজ্যের ১৮টি মহকুমায় এরকম অফিস চালু হচ্ছে। কালনার মানুষকে এত দিন বর্ধমানে গিয়ে মোটরযান সংক্রান্ত নানা নথি নিতে হত। এখন থেকে আর তার দরকার হবে না।” স্বপনবাবুর দাবি, শীঘ্রই এই বিভাগ ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করবে বলে স্বপনবাবু জানান।
|
আট বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় রায়নার ধারান গ্রামের ঘটনা। ওই ছাত্রীর বাবার অভিযোগ, পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল মেয়ে। ওই বাড়িরই যুবক সোহেল শেখ তাকে ধর্ষণ করে। বর্ধমানের এসডিপিও অম্লানকুসুম ঘোষ বলেন, “মঙ্গলবার দুপুরে ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” |