উচ্চশিক্ষার গুণগত মান ও শৃঙ্খলাবোধ রক্ষা সম্পর্কে কলেজের অধ্যক্ষদের কঠোর হওয়ার পরামর্শ দিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমানে জেলা বিজ্ঞান কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্টাফ কলেজ আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “রাজ্যের অনেক কলেজেই ছাত্রেরা অনুপস্থিত থাকে। কলেজে এলেও ক্লাস করে না। অথচ তাদের পরীক্ষায় বসতে না দিলে কর্তৃপক্ষের উপরে চড়াও হয়। রাজনৈতিক চাপও রয়েছে। অধ্যক্ষদের ভয় পেলে চলবে না। কঠোর হাতে শৃঙ্খলারক্ষা করতে হবে।”
শিক্ষার মান নিয়েই হতাশ সোমনাথবাবু। তাঁর আক্ষেপ, “প্রতি বছরই কলেজ থেকে গাদা গাদা স্নাতক তৈরি হচ্ছে। কিন্তু তারা কিছুই শিখছে না। এমন শিক্ষার কোনও মূল্য নেই। অধ্যক্ষদের দেখতে হবে, ছাত্রদের সঙ্গে শিক্ষকদেরও দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে কি না। বেশির ভাগ কলেজই আংশিক সময়ের শিক্ষকদের নিয়ে চলছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে পূর্ণ সময়ের শিক্ষক খুবই কম পাচ্ছে কলেজগুলি।”
বহু কলেজেই প্রচুর পরীক্ষাগার, ভবন, পাঠাগার তৈরি হচ্ছে। কিন্তু তা ছাত্রছাত্রীরা কাজে লাগাচ্ছেন, এমন উদাহরণ কম দাবি করে সোমনাথবাবু বলেন, “কেন এগুলি ব্যবহার হচ্ছে না, খোঁজ নেওয়া দরকার। কলেজে শুধু ক্লাস নিয়ে দায়িত্ব সারলে হবে না। শিক্ষকদের দরকারে টিউটোরিয়াল ক্লাস করাতে হবে কলেজেই। ভাল ছাত্র তৈরি না হওয়ায় ভাল শিক্ষকের আকাল দেখা দিয়েছে।”
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “আমাদের অধীনস্থ কলেজগুলিতে শিক্ষার মান ও বিশৃঙ্খলা রুখতে আমরা নানা পদক্ষেপ করেছি।” কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ-ও। জাতীয় ও রাজ্যস্তরের শিক্ষার সঙ্গে যুক্ত প্রশাসকেরাও কর্মশালায় বক্তৃতা করেন। কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা জানান, বিশ্ববিদ্যালয়ের অতিথিনিবাসে ২০ এপ্রিল পর্যন্ত এই কর্মশালা চলবে। |