|
|
|
|
শহরের মেয়ের তথ্যচিত্রে অমিতাভ |
মহিলাদের প্রতি নির্যাতন নিয়েই তাঁর তথ্যচিত্র। রয়েছেন শ্যাম বেনেগল থেকে উষা উত্থুপ।
আপ্লুত পরিচালক কঙ্কনা চক্রবর্তী। লিখছেন
ইন্দ্রনীল রায় |
সচরাচর অমিতাভ বচ্চন কাউকে তাঁর অফিসে ডাকেন না।
সচরাচর এক কথায় কারও তথ্যচিত্রে কাজ করতেও রাজি হন না।
সচরাচর কারও তথ্যচিত্র দেখে মুগ্ধ হয়ে প্রশংসাও করেন না।
এই তিনটেই ঘটিয়ে ফেলেছেন তেইশ বছরের মাস কমিউনিকেশনের ছাত্রী, কলকাতা নিবাসী কঙ্কনা চক্রবর্তী।
তাঁর তথ্যচিত্র ‘ওম্যান প্রেড অ্যান্ড প্রেড আপন’ ইতিমধ্যেই চারদিকে শোরগোল ফেলে দিয়েছে। “আমি বহু দিন এই তথ্যচিত্রটা করব ভাবছিলাম। ইনফ্যাক্ট, যখন মাস কমিউনিকেশনের ছাত্রী ছিলাম, তখন থেকেই এটা করার প্ল্যান। কিন্তু সেই সময় আর করা হয়ে ওঠেনি। ভাল লাগছে আজ তথ্যচিত্রটা নিয়ে চারদিকে কথাবার্তা হচ্ছে, এটা ভেবে,’’ জানাচ্ছেন কঙ্কনা।
কঙ্কনা কিন্তু শুধু তথ্যচিত্র নির্মাতা নন। মাস কমিউনিকেশন পড়ার পর কঙ্কনা গিয়েছিলেন নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে। অ্যাক্টিং-এ ডিপ্লোমা কোর্স করেছেন। বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গেও।
তা হঠাত্ করে এ রকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে তথ্যচিত্র করলেন? |
|
অমিতাভ বচ্চনের সঙ্গে কঙ্কনা চক্রবর্তী। |
‘‘কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মহিলাদের পুজো করাটাই আমাদের দেশের
রীতি। আয়রনি হচ্ছে, যে দেশে মহিলাদের এ রকম ভক্তিপূর্ণ ভাবে পুজো করা হয়, সেই দেশেই ধর্ষণ, শ্লীলতাহানির মুখে প্রায় রোজ পড়তে হয় মহিলাদের। এই আয়রনিটা তুলে ধরতেই আমার এই তথ্যচিত্র,” স্পষ্ট বললেন কঙ্কনা।
ওঁর কাছ থেকেই জানা গেল, অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত্ হয় ‘কেবিসি’-র সেটে। “ওখানেই উনি বলেন ওঁর অফিসে একটা প্রোপোজাল পাঠাতে। তার দশ দিনের মধ্যে শু্যটিংয়ের ডেট দেন। পনেরো মিনিট সময় দিয়েছিলেন। কিন্তু উনি এতটাই ইনভলভড হয়ে যান যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট শু্যট করলেন,” বলছেন কঙ্কনা। |
|
শ্যাম বেনেগলের সঙ্গে |
শোনা গেল শুধু বিগ বি নয়, এমনকী জয়া বচ্চনেরও খুব ভাল লেগেছে তথ্যচিত্রটা। “আমি যখন অমিতজিকে আবার দেখালাম, উনি আমাকে ভ্যালুয়েবল দু’টো সাজেশনও দিলেন। জয়াজিরও খুব পছন্দ হয়েছে তথ্যচিত্রটা,” উত্তেজিত হয়ে বলছিলেন এই তরুণী তথ্যচিত্র নির্মাতা।
শুধু অমিতাভ বচ্চনই নয়, তথ্যচিত্রে দেখা যাবে শ্যাম বেনেগল, রিমা লাগু, সুরেখা সিক্রি, উষা উত্থুপকেও।
কঙ্কনার এই তথ্যচিত্রে সুর বেঁধেছেন জয় সরকার আর গান গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। ‘ওম্যান প্রেড অ্যান্ড প্রেড আপন’ তথ্যচিত্রটার স্পেশাল স্ক্রিনিংও হচ্ছে কলকাতায়, আগামী উইক এন্ডে। “কুড়ি তারিখ কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামের মিনি থিয়েটারে দেখানো হচ্ছে তথ্যচিত্রটা। আশা করি, সবার পছন্দ হবে,” আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন কঙ্কনা। |
|
|
|
|
|