গণপিটুনিতে দুই তোলাবাজের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
গণপিটুনিতে মৃত্যু হল দুই তোলাবাজের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার পূর্বাশায়। স্থানীয় সূত্রের খবর, এলাকায় নতুন বাড়ি তৈরি হলেই জোর করে মোটা টাকা আদায় করে স্থানীয় তোলাবাজেরা। এই নিয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগও দায়ের হয়েছে। শনিবারও এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির মালিক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ওই তোলাবাজদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে অভিযুক্ত তোলাবাজদের এলাকায় দাপিয়ে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে রুখে দাঁড়ান। দুই তোলাবাজকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অন্য দুষ্কৃতীর। পুলিশ একটি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে। নিহতদের মধ্যে এক জনের নাম তাপস দাস। অন্য জনের পরিচয় জানা যায়নি। দুই নিহতের কাছ থেকেই একটি করে ওয়ান শটার ও গুলি মিলেছে বলে পুলিশের দাবি।
|
তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে আহত হলেন উভয় দলের ছ’জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দু’জনকে স্থানীয় হাসপাতালে ও একজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির হাটগাছি পঞ্চায়েতের দক্ষিণ নলকোড়া গ্রামে। উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়।পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে অর্থমন্ত্রীকে নিগ্রহের প্রতিবাদে তৃণমূলের একটি মিছিল বেরিয়েছিল। মিছিল শেষ হলে সিপিএম সমর্থকদের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত। সিপিএম নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে তাঁদের হয়ে প্রার্থী হতে চাওয়া এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করার চেষ্টা হয়। গুলি গিয়ে লাগে সিপিএম কর্মী নুর ইসলামের গায়ে। তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, মিছিল থেকে ফেরার পথে সিপিএমের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল এবং সিপিএম নেতৃত্ব এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা-গয়না লুঠ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা-গয়না লুঠ করল দুষ্কৃতীরা। শনিবার রাতে, পানিহাটির উত্তর সুভাষনগরে। পুলিশ জানায়, ওই রাতে দুই দুষ্কৃতী পানিহাটি পুরসভার কর্মী শঙ্কর নন্দীর বাড়িতে হানা দেয়। বাড়িতে তখন ছিলেন শঙ্করবাবুর স্ত্রী দেবী নন্দী। দুষ্কৃতীরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারি থেকে ৩০ হাজার টাকা ও ৭ ভরি সোনার গয়না নিয়ে পালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
মগরাহাটে উদ্ধার বস্তাবন্দি দেহ
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
বছর তিরিশের এক অজ্ঞাত পরিচয় বস্তাবন্দি দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মগরাহাটের গোকর্নি গ্রামে। এদিন গ্রামের রাস্তার পাশে বস্তাবন্দি ওই দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য এলাকায় খুন করে দেহটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্যে ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
খুনের নালিশ, ধৃত একই পরিবারের ৫
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
যুবককে খুনের অভিযোগে একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের জীবনতলার মঠেরদীঘি এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম নুর ইসলাম গাজি (১৮)। তাঁকে খুনের অভিযোগে তার ঠাকুর্দা কাজিম গাজি, ঠাকুমা আয়েলা গাজি, বাবা গোলাম নুর গাজি, কাকা সফিকুল গাজি এবং কাকিমা সবুরজান বিবিকে গ্রেফতার করা হয়েছে।
|
কীর্তনশিল্পী ধর্ষিত, ধৃত ১ |
মাদক মেশানো পানীয় খাইয়ে কীর্তনশিল্পীকে ধর্ষণের অভিযোগে রবিবার ডায়মন্ড হারবার থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বিভাস হালদার। তার বাড়ি ডায়মন্ড হারবারের হালদারপাড়ায়। অভিযোগকারিণী কীর্তনশিল্পী। বিভাস তাঁর সঙ্গে অনুষ্ঠানে খোল বাজায়। মহিলার অভিযোগ, কীর্তনের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে বিভাস শনিবার ওই মহিলাকে বাড়িতে ডাকে। স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে বিভাস তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেয়। তা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখনই বিভাস তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলা চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তার পরে তিনি বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন।
|
একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জখম হয়েছেন ৫ জন। রবিবার ভোরে ঘটনাটি ঘটে বনগাঁর গোপালনগর থানার ১৬ নম্বর রেলগেটের কাছে বনগাঁ-চাকদহ সড়কে। আহতদের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। |