টুকরো খবর
সিপিএম নেতাদের নামে অস্ত্র-মামলা
লালগড়ের নেড়া গ্রামে অস্ত্র উদ্ধারের ঘটনায় নেতাই মামলায় অভিযুক্ত ‘ফেরার’ সিপিএম নেতা শেখ খলিলউদ্দিন-সহ ৯ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করল পুলিশ। খলিলউদ্দিন ছাড়া বাকি ৮ জনও সিপিএমের স্থানীয় নেতা-কর্মী। তাঁরা অবশ্য এলাকায় রয়েছেন। স্থানীয় তৃণমূলকর্মী শেখ জাকিরউদ্দিনের অভিযোগের ভিত্তিতে শনিবার মামলা রুজু করে লালগড় থানার পুলিশ। শনিবারই নেড়া গ্রামে খালপাড়ের ধারে পোঁতা ১০টি বন্দুক-রাইফেল উদ্ধার করেছিল পুলিশ। পুলিশের দাবি, যেখানে অস্ত্র পোঁতা ছিল, সেটি সিপিএমের বিনপুর জোনাল কমিটির সদস্য শেখ খলিলউদ্দিনের শরিকি-জমি। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষের অভিযোগ, “খলিলউদ্দিন ও তাঁর সাঙ্গোপাঙ্গরা দীর্ঘদিন এলাকায় সশস্ত্র হার্মাদ শিবির চালিয়েছিল। অস্ত্রগুলি ওরাই পুঁতে রেখেছিল।” সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের দাবি, “শাসক দল প্রতিদিনই মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে।”

জাল নোট চক্রে ধৃত ৩
জাল নোট চক্রে জড়িত অভিযোগে তিন ব্যাক্তিকে হাতে-নাতে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে মহিষাদলের গেঁওখালি থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃত শেখ মইমুর, মইনুদ্দিন মোল্লা, তাজ মহম্মদ মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার চাঁদড়া গ্রামে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় জাল নোটের কারবার রমরমিয়ে চলছে। নদীপথে এই নকল নোটের কারবারিরা পৌঁছে যাচ্ছে মহিষাদল, কুকড়াহাটি, হলদিয়া এলাকার বাজারে। মহিষাদল বাজার এলাকাতে এই ভাবে টাকা ছড়িয়ে পড়ছিল বলে খবর ছিল পুলিশের কাছে। তদন্তে নেমে মহিষাদল থানার পুলিশ জানতে পারে নূরপুর হয়ে গেঁওখালি দিয়ে ফেরিপথে এই নকল টাকা ঢুকছে। শনিবার ওসি জলেশ্বর তিওয়ারির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশকর্মীরা গেঁওখালির ফেরিঘাটে নজর রেখেছিলেন। রাতে ভুটভুটি থেকে ওই তিন ব্যক্তি নামলে পুলিশ তাঁদের পাকড়াও করে। উদ্ধার হয় কয়েক হাজার টাকার জাল নোট। মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে জাল নোট পৌঁছত ডায়মন্ড হারবারে। সেখান থেকে বিভিন্ন এলাকায় টাকা ছড়িয়ে দেওয়ায় সক্রিয় ছিল এই চক্রটি। মহিষাদলে জনৈক ইউসুফের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিদ্যালয়ে চুরি
টাকা-সহ মামলার নথিপত্র চুরির অভিযোগ উঠল মহিষাদলের চাঁপি হাইস্কুলে। শুক্রবার রাতে প্রায় ১২জন দুষ্কৃতী প্রথমে বিদ্যালয় সংলগ্ন পবিত্র সেনাপতির বাড়িতে ঢুকে ভোজালি দেখিয়ে সোনার দুল ও নগদ প্রায় ২ হাজার টাকা লুঠ করে। তার পরে স্কুলে হানা দেয়। শনিবার সকালে শিক্ষকরা স্কুলে ঢুকে দেখেন আলমারি খোলা, খোওয়া গিয়েছে বেশ কিছু নথি ও ১৬ হাজার টাকা। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর ধরে বিদ্যালয় সংলগ্ন ৭৩ ডেসিমেল জমি নিয়ে স্থানীয় শ্যামাপদ ভৌমিকের সঙ্গে বিদ্যালয়ের যে মামলা চলছে সেই নথিও লোপাট হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ জানার অভিযোগ, “মূলত ওই মামলা সংক্রান্ত কাগজপত্র লোপাট করতেই এই ডাকাতি বলে আমার অনুমান।” বিদ্যালয়ের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে মহিষাদল থানা।

পুলিশ পেটানোর ঘটনায় ধৃত তিন
পথ দুর্ঘটনার পর পুলিশকর্মীদের মারধর ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় রবিবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার এগরা থানা এলাকার পৌড়দায় ওই ঘটনা ঘটে। ধৃত যাদবচন্দ্র দোলাই, সুভাষচন্দ্র ঘোড়াই ও শ্যামাপদ রায়কে কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। পথ দুর্ঘটনায় আহত তিন জনের মধ্যে দু’জনকে শনিবার রাতেই এগরা মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আর এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় গুরুতর আহত দুই পুলিশ কনস্টেবল হরিপ্রসাদ মোহান্তি ও জগন্নাথপ্রসাদ শর্মাকে।

অম্বেডকর স্মরণে
অম্বেডকরের ১২৩তম জন্মজয়ন্তী পালিত হল ঝাড়গ্রামের একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে। রবিবার সকালে স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য পদযাত্রা করে। এরপর স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সভায় বি আর অম্বেডকরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু, শিক্ষাব্রতী অনুপ দে ও ভবেশ মাহাতো। স্কুলের ছাত্রছাত্রীরা সমবেত বক্তৃতামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট লোকশিল্প ও সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায়।

শেষ ক্রীড়ানুষ্ঠান
পঁচেটগড় স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান শেষ হল রবিবার। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৬ এপ্রিল সংস্থা প্রাঙ্গণে। ফাইনালে দাবা খেলায় জয়ী হন টেপড়াপাড়া গ্রামের স্বপন নন্দ, ক্যারামে জয়ী হয় পঁচেট গ্রামের স্বপন সিংহ।

দেহ উদ্ধার
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার পাঁশকুড়া থানার কনকপুর গ্রামের ঘটনা। দেহ দেখতে পেয়ো পুলিশে জানান গ্রামবাসীরা। পুলিশের অনুমান ওই যুবকের গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.