|
|
|
|
সিপিএমের পার্টি অফিস দখলের চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দিল্লির ঘটনার প্রতিবাদে একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধে একটি লোকাল কমিটির অফিস দখলের চেষ্টার অভিযোগও উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে ঘাটালের বরদা-চৌকান এলাকায়।
পুলিশ ও সিপিএম সূত্রে খবর, রবিবার এলাকার কয়েকজন তৃণমূল সমর্থক সিপিএমের লোকাল কমিটির অফিসে হামলা করে। এরপর তারা ছেনি এবং ধারালো অস্ত্র দিয়ে দেওয়ালের লেখা উড়িয়ে দিয়ে সাদা রঙ লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডলের অভিযোগ, “সাদা রঙ শুকিয়ে যাওয়ার পর ওই দেওয়ালে তৃণমূলের পার্টি অফিস লেখার প্রস্তুতি নিচ্ছিল তৃণমূলের গুন্ডারা। আমরা পুলিশে খবর দিই।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে আসতেই ওই লোকেরা পালিয়ে যায়। গত বিধানসভা ভোটের পর থেকেই সিপিএমের দো-তলা ওই লোকাল কমিটির অফিসটি বন্ধ। উত্তমবাবু বলেন, “দলের কোনও আলোচনা বা বৈঠক হলে স্থানীয় কোনও শাখা অফিসে হয়। তৃণমূলের ফতোয়ায় ওই অফিসটি দু’বছর হতে চলল বন্ধই পড়ে রয়েছে।”
ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই বলেন, “দিল্লির ঘটনার পর ঘাটাল শান্তই রয়েছে। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমরা দলের কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছি।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|